
বদলে গেল আইপিএল শুরুর সময়
খেলা ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৪৮
বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সময় সূচিতে পরিবর্তন আনা হয়েছে। আগামী ২১ মার্চ থেকে আইপিএলের এবারের আসর শুরু হওয়ার কথা থাকলেও তা একদিন পিছিয়ে যাচ্ছে। পরিবর্তিত সূচি অনুযায়ী, আগামী ২২ মার্চ আইপিএলের চলতি মৌসুমের পর্দা উঠতে পারে।
বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) এক সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ভারতের একটি গণমাধ্যম। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বিসিসিআই।
এদিকে আইপিএল শুরুর সময় সূচিতে পরিবর্তন আসলেও উদ্বোধনী ম্যাচের দল ও ভেন্যু একই থাকছে। এছাড়া বাকি সূচিতেও কোনো পরিবর্তন আসবে না বলে জানা গেছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ২৫ মে টুর্নামেন্টটির ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
বিসিসিআইয়ের সূত্রের বরাতে বলা হয়েছে, ‘আইপিএল শুরুর দিন পিছিয়ে যাচ্ছে। ২১ মার্চের বদলে এক দিন পিছিয়ে ২২ মার্চ থেকে শুরু হবে। দিন বদলালেও প্রথম ম্যাচের ভেন্যু বদলাচ্ছে না। তাই সেই মাঠেই এবারের আইপিএলের উদ্বোধনী ম্যাচ হবে। ফাইনালও হবে ইডেনে। শুরুর দিন পিছিয়ে গেলেও ফাইনাল আগামী ২৫ মে হবে।’
এর আগে গত মাসে বিসিসিআইয়ের পক্ষ থেকে রাজীব শুক্লা জানিয়েছিলেন, এবারের আইপিএল শুরু হবে ২১ মার্চ থেকে। ফাইনাল হবে ২৫ মে।
এমআই