Advertisement
Us Bangla Airlines
আইপিএল শুরুর আগেই বিক্রি হচ্ছে গুজরাট টাইটান্স!

আইপিএল শুরুর আগেই বিক্রি হচ্ছে গুজরাট টাইটান্স!

খেলা ডেস্ক

১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০৫

ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের সবচেয়ে বড় আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ২০২২ থেকে ১০টি দল নিয়ে আয়োজিত হচ্ছে এই টুর্নামেন্ট। আইপিএলে সবশেষ সংযোজন লখনৌ সুপার জায়ান্ট এবং গুজরাট টাইটান্স। হার্দিক পান্ডিয়ার হাত ধরে টুর্নামেন্টে প্রথমবার অংশ নিয়েই বাজিমাত করে গুজরাটের দলটি। নিজেদের প্রথম আসরেই শিরোপা জিতে তারা।

অভিষেকের পরের বছরেও ফাইনালে ওঠে গুজরাট টাইটান্স। তবে ২১৪ রান করেও বৃষ্টি আইনে চেন্নাইয়ের কাছে ৫ উইকেটে হেরেছিল পান্ডিয়ার দল। আইপিএলের তিন মৌসুমে অংশ নিয়ে দুইবার ফাইনালে ওঠা গুজরাটের দলটি এবার আইপিএল শুরুর আগেই বিক্রি হয়ে যাচ্ছে। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফোর এক প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে। 

বর্তমানে সিভিসি ক্যাপিটালসের হাতে গুজরাট টাইটান্সের মালিকানা রয়েছে। ২০২১ সালে ৫৬২৫ কোটি টাকা ব্যয়ে গুজরাট ফ্র্যাঞ্চাইজি অধিগ্রহণ করেছিল কোম্পানিটি। এবার দলটির অধিকাংশ শেয়ার বিক্রি করতে যাচ্ছে তারা। দলটির ৬৭ শতাংশ শেয়ার কিনে নিতে চলেছে আহমেদাবাদভিত্তিক প্রতিষ্ঠান টরেন্ট গ্রুপ।

ক্রিকইনফো জানায়, গুজরাট টাইটান্সের শেয়ার কেনাবেচার চূড়ান্ত মূল্য এখনও নির্ধারিত হয়নি। এছাড়া আইপিএল গভনিং কাউন্সিল থেকে এখনো অনুমোদন মেলেনি, তবে আনুষ্ঠানিকতা সম্পন্ন করার কাজ এগিয়ে চলছে। তবে সবমিলিয়ে অনুমোদন পেলে আইপিএল ২০২৫ শুরুর আগেই মালিকানা হস্তান্তর সম্পন্ন করবে সিভিসি ক্যাপিটালস।

২০২১ সালে গুজরাট ফ্র্যাঞ্চাইজি কিনে ছিল সিভিসি ক্যাপিটালস। একই সময়ে লখনৌ ফ্র্যাঞ্চাইজি কিনেছিলেন সঞ্জীব গোয়েঙ্কা। এরপর ২০২২ সাল থেকে আইপিএলে ১০ দলের প্রতিযোগিতা শুরু হয়, যেখানে লখনৌ ও গুজরাট টাইটানস যুক্ত হয়।  

গুজরাটের ৬৭ শতাংশ শেয়ার কিনতে যাওয়া টরেন্ট গ্রুপ ২০২১ সালেও আইপিএলে নতুন ফ্র্যাঞ্চাইজি কিনতে বিডিং করেছিল। এমনকি চূড়ান্ত পর্যায়ের বিডিংয়ের জন্য নির্বাচিত ৯টি সংস্থার মধ্যেও ছিল তাদের নাম। কিন্তু শেষ পর্যন্ত তারা কোনো দলের মালিকানায় আসতে পারেনি। এবার সিভিসি ক্যাপিটালসের কাছ থেকে শেয়ার কিনে আইপিএল দলের মালিকানায় আসতে চলছে গ্রুপটি।

উল্লেখ্য, ভারতের বহুজাতিক কোম্পানির মধ্যে অন্যতম সেরা প্রতিষ্ঠান টরেন্টো গ্রুপ। কোম্পানিটির ওয়েবসাইটের তথ্য অনুসারে, বর্তমানে এর সম্পদ মূল্যের পরিমাণ ৪১ হাজার কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ৫৭ হাজার ৫৯৬ কোটি টাকা। এছাড়া টরোন্টো পাওয়ার এবং টরেন্টো ফার্মা নামের দুটো সহযোগি প্রতিষ্ঠান রয়েছে গ্রুপটির। 

কোম্পানিটির বর্তমান চেয়ারম্যান হিসেবে রয়েছেন সুদির মেহতা। তাঁর ছেলে জিনাল মেহতা আইপিএল ফ্র্যাঞ্চাইজির মালিকানা কিনতে চলেছেন।

গুজরাট টাইটানসের স্কোয়াড

রশিদ খান, শুবমান গিল, সাই সুদর্শন, শাহরুখ খান, রাহুল তেওয়াতিয়া, জস বাটলার, মোহাম্মদ সিরাজ, কাগিসো রাবাদা, প্রসিধ কৃষ্ণা, ওয়াশিংটন সুন্দর, শেরফান রাদারফোর্ড, জেরাল্ড কোয়েটজি, গ্লেন ফিলিপস, সাই কিশোর, মহিপাল লোমরর, গুরনুর ব্রার, আরশাদ খান, করিম জানাত, জয়ন্ত যাদব, ইশান্ত শর্মা, কুমার কুশাগ্র, নিশান্ত সিন্ধু, মানব সুতার, অনুজ রাওয়াত, কুলবন্ত খেজরোলিয়া।

এমআই