রোহিতকে টপকে ফের বিশ্বসেরা বাবর আজম
খেলা ডেস্ক
০১ নভেম্বর ২০২৫, ১৮:১৬
টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন বাবর আজম। রান সংখ্যায় ভারতের সাবেক অধিনায়ক রোহিত শর্মাকে ছাড়িয়ে নতুন কীর্তিতে নাম লিখিয়েছেন পাকিস্তানের এই তারকা ব্যাটার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বর্তমানে সবচেয়ে বেশি রান সংগ্রাহক পাকিস্তানের বাবর।
বিশ ওভারের ক্রিকেটে লম্বা সময় পরে ডাক পেয়েছেন পাকিস্তানের এই তারকা ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রত্যাবর্তনের ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন তিনি। তবে দ্বিতীয় ম্যাচে ১১ রানে অপরাজিত থেকে দলকে ম্যাচ জিতিয়েছেন বাবর। তবে এই রানেই রোহিতকে টপকে বিশ্বসেরা বনে যান তিনি।
টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে ওঠতে বাবরের প্রয়োজন ছিল কেবল ৯ রান। প্রোটিয়াদের বিপক্ষে ১১ রান করেই রোহিতকে ছাড়িয়ে সবার ওপরে জায়গা নিয়েছেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০৩ ইনিংসে ৩টি সেঞ্চুরি ও ৩৬টি ফিফটিতে ৪২৩৪ রান করেছেন বাবর আজম।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা রোহিত শর্মা ১৫১ ম্যাচে করেছেন ৪২৩১ রান। যেখানে ৫টি সেঞ্চুরি ও ৩২টি ফিফটি রয়েছে। এই তালিকায় তৃতীয় স্থানে আছেন আরেক ভারতীয় কিংবদন্তি বিরাট কোহলি। এক সেঞ্চুরি ও ৩৮টি ফিফটিতে ১১৭ ম্যাচে ৪১৮৮ রান করেছেন কোহলি।
টি-টোয়েন্টি ফরম্যাট থেকে ইতোমধ্যে বিদায় নিয়েছেন রোহিত-কোহলি। ফলে বাবরকে টপকানোর সুযোগ আপাতত তাঁদের নেই। তবে এ তালিকায় চতুর্থ স্থানে আছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জস বাটলার। ৩৮৬৯ রান করা বাটলারের শীর্ষে ওঠতে পাড়ি দিতে হবে বহুদূর।
এমআই