Advertisement
Us Bangla Airlines
নেই বীতশোক চাকমা, প্রবাসী জায়ানকে নিয়ে বাফুফের দল ঘোষণা

নেই বীতশোক চাকমা, প্রবাসী জায়ানকে নিয়ে বাফুফের দল ঘোষণা

খেলা ডেস্ক

০১ আগস্ট ২০২৫, ১৬:২১

বাফুফের প্রবাসী ফুটবলার ট্রায়ালে বেশ নজর কেড়েছিলেন বীতশোক চাকমা। গুঞ্জন ছিল, অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্পে ডাক পেতে যাচ্ছেন এই ফুটবলার। তবে বীতশোক কিংবা নজর কাড়া বাকি ফুটবলারদের আমলে নেয়নি বাফুফে। এএফসি অ-২৩ টুর্নামেন্টের দলে একমাত্র প্রবাসী হিসেবে ডাক পেয়েছেন আমেরিকান প্রবাসী ডিফেন্ডার জায়ান আহমেদ।

আজ (শুক্রবার) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্প। এএফসি অ-২৩ টুর্নামেন্টের বাছাইয়ের জন্য ১৯ জনের আংশিক দল চূড়ান্ত করেছে বাফুফে। ডাক পাওয়া ফুটবলারদের আজ সন্ধ্যায় গুলশানের এক হোটেলে সহকারী কোচ হাসান আল মামুনের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। ফর্টিজে ক্যাম্পের পরিকল্পনা থেকে সরে এসেছে বাফুফে। 

অ-২৩ দল এবার আলোচনায় ছিল মূলত প্রবাসী ফুটবলারদের ট্রায়াল ঘিরে। জুনের শেষদিকে ট্রায়ালে আসা কয়েকজন প্রবাসী দৃষ্টি কাড়েন।  অ-২৩ দলের প্রাথমিক ক্যাম্পে তারা ডাক পেতে পারেন এমন আলোচনা ছিল জোরেশোরে। শেষ পর্যন্ত ট্রায়াল থেকে আনুষ্ঠানিক ডাক পেলেন শুধু আমেরিকান প্রবাসী ডিফেন্ডার জায়ান আহমেদ। 

বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার প্রিমিয়ার ও চ্যাম্পিয়নশিপ লিগের ক্লাবগুলোকে অ-২৩ দলের আংশিক ১৯ জনের তালিকা দিয়েছেন। সেখানে জায়ান আহমেদের নামই পাওয়া গেছে। বাফুফের ট্রায়ালে জায়ান আহমেদের স্কিল ও ফিটনেস দুটোই মুগ্ধ করেছে অনেককে। 

আজ থেকে শুরু হতে যাওয়া ক্যাম্পটি আংশিক। কারণ আবাহনী-বসুন্ধরা কিংসে খেলা বেশ কয়েকজন ফুটবলার এই দলের সঙ্গে যুক্ত হবেন। ১২ আগস্ট এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচ শেষে তারা যোগ দেবেন ২৩ দলের ক্যাম্পে। ফাহমিদুল, কিউবা মিচেলের মতো প্রবাসী ফুটবলারদের সরাসরি ক্যাম্পে ডাকার কথা ছিল। 

ক্লাবগুলোর কাছে পাঠানো তালিকায় প্রবাসী জায়ান থাকলেও তাদের নাম নেই। তারাও হয়তো সামনে যোগ দিতে পারেন। ক্লাবগুলোতে খেলোয়াড় তালিকা পাঠানোর পর এটি নানাভাবে ছড়িয়ে পড়ে। বিগত সময়ে এরকম অভিজ্ঞতায় পড়ার পরও বাফুফে একইসঙ্গে ক্লাবে তালিকা প্রেরণ ও গণমাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করতে পারেনি এবার। 

অ-২৩ দলের কোচের দায়িত্ব পালন করবেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু। সেটিও অবশ্য এখন পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। টিটু কোচ হলেও অ-২৩ দলের খেলোয়াড় ডাকা ও পরিকল্পনায় রয়েছেন জাতীয় দলের স্প্যানিশ হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। টিটু শুধু সশরীরে মাঠে থেকে হ্যাভিয়েরের আদেশই যেন বাস্তবায়ন করবেন। 

উল্লেখ্য, বীতশোক চাকমা বাফুফের অনূর্ধ্ব-১৯ দলের ট্রায়ালে গোল করেছিলেন। তরুণ ফুটবলারের দক্ষতায় মুগ্ধ হয়েছেন বাফুফের কোচসহ ভক্ত-সমর্থকেরা। 

বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু এক সংবাদ সম্মেলনে বীতশোককে নিয়ে বলেন, ‘বীতশোক এখানে গোল করেছে। ওর স্টাইল, বল ধরার ব্যাপার, দৌড়ানো, টেকনিক্যাল স্কিল খুবই সুন্দর। কিন্তু যখন আমরা ওদেরকে ক্যাম্পে ডাকবো, তখন ওদের আসল ব্যাপারটা বেরিয়ে আসবে।’

অনূর্ধ্ব-২৩ দলে ডাক পাওয়ার গুঞ্জন থাকলেও ১৯ জনের ক্যাম্পে বীতশোক শেষ পর্যন্ত সুযোগ পাননি। দেখার পালা বর্ধিত তালিকায় জায়গা পাবেন কিনা এই ফুটবলার।

অ-২৩ দল আংশিক দল

গোলরক্ষক : সাকিব আল হাসান, মো. ইমন, মো. আসিফ
ডিফেন্ডার : জাহিদ শান্ত, শাকিল আহাদ তপু, কামাকাই মারমা, আলফাজ মিয়া, রাজন হাওলাদার, জায়ান আহমেদ, মিঠু চৌধুরী (শুধু ঢাকা ক্যাম্প) 
মিডফিল্ডার : আশরাফুল হক আসিফ, সাজেদ নিঝুম, মইন
ফরোয়ার্ড : আরমান আকাশ, রাজু আহমেদ জিসান, রফিকুল ইসলাম, রাব্বি হোসেন রাহুল, পিয়াস আহমদ নোভা ও মুর্শেদ আলী (শুধু ঢাকা ক্যাম্প) 

এমআই