Advertisement
Us Bangla Airlines
ডেথ ওভারে ৪১ রান দিয়ে শরীফুল বললেন, ‘বোলিং ভালো হচ্ছে’

ডেথ ওভারে ৪১ রান দিয়ে শরীফুল বললেন, ‘বোলিং ভালো হচ্ছে’

খেলা ডেস্ক

০১ আগস্ট ২০২৫, ১৫:০৬

নতুন বলে দুর্দান্ত সুইং করাতে পারেন বাংলাদেশি ফাস্ট বোলার শরীফুল ইসলাম। ডানহাতি ব্যাটারদের জন্য ভেতরে ঢোকানো বল প্রতিপক্ষের কাঁপুনি ছুটিয়ে দেয়। নতুন বলে যতটা দুরন্ত শরীফুল, পুরোনো বলে ততটাই সাদামাটা। বিশেষ করে আত্মবিশ্বাস আর বৈচিত্রের জায়গায় বাকিদের তুলনায় পিছিয়ে এই বোলার।

গত আগস্টে দুটো টি-টোয়েন্টি সিরিজ খেলেছিলেন শরীফুল ইসলাম। চোট থেকে ওঠে আসা এই পেসারকে বেছে বেছে খেলিয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কা ও পাকিস্তান সিরিজের শেষ দুই ম্যাচে খেলেছেন শরীফুল, যেখানে ডেথে তিন ওভার বোলিং করেছিলেন এই বাঁহাতি। মাত্র ১৮ বলেই ৪১ রান খরচ করেছেন শরীফুল।

সিরিজ হারের পর নতুন দুঃসংবাদ পেল বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ২০তম ওভার করেছেন শরীফুল, যেখানে খরচ করেছেন ২২ রান। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৭তম ওভার করে ৯ রান ও তৃতীয় টি-টোয়েন্টিতে ১৮তম ওভার করে ১০ রান খরচ করেছেন তিনি। এত রান বিলিয়েও ডেথে বোলিং ভালো হচ্ছে বলে দাবি শরীফুলের।

দেশের গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শরীফুল নিজেদের বোলিং নিয়ে বলেন, ‘সাম্প্রতিক সিরিজগুলোয় আমরা ডেথ ওভারে ভালো করছি, রান কম দিচ্ছি। এটা শন টেইটের পরিকল্পনার ফল। ডেথ ওভারেই আসল পরীক্ষা হয় একজন পেসারের। ওখানে মানসিক দৃঢ়তা সবচেয়ে বেশি দরকার।’

সুখবর পেলেন লিটন-রিশাদ-শরিফুল

ফাস্ট বোলিং কোচ প্রসঙ্গে বলতে গিয়ে শরীফুল বলেন, ‘টেইট ভাইয়ের সঙ্গে আমার সম্পর্কটা অনেক দিনের। তিনি যখন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে ছিলেন, তখন থেকেই কাজ করছি। জাতীয় দলের দায়িত্ব নেওয়ার আগেও তাঁর সঙ্গে যোগাযোগ ছিল। আমার স্কিল, মানসিকতা, ডেথ ওভারে বোলিং—সবকিছু নিয়ে কাজ করেছেন।’

এমআই