Advertisement
Us Bangla Airlines
পরাজয়ের ম্যাচে বল হাতে শরিফুলের নতুন রেকর্ড

পরাজয়ের ম্যাচে বল হাতে শরিফুলের নতুন রেকর্ড

খেলা ডেস্ক

২৯ মে ২০২৫, ১৩:৪৬

বল হাতে শুরুটা ভালো হয়েছিল বাংলাদেশের। শুরুর ওভারের উইকেট পেয়েছিল টাইগার বোলাররা। ম্যাচের দ্বিতীয় ওভারে এসে পাকিস্তানের ওপেনার ফখর জামানকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন শরিফুল ইসলাম। তাতেই বল হাতে নতুন কীর্তি গড়ে বসেন এই বাঁহাতি পেসার।

ফখরের উইকেট শিকারের মাধ্যমে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পঞ্চাশতম উইকেট শিকার করেন শরিফুল ইসলাম। প্রায় চার বছরের ক্রিকেট ক্যারিয়ারে ৪৪ ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। বাংলাদেশের চতুর্থ বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ৫০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন শরিফুল।

মাত্র চার বছর দুই মাসেই  ৫০ উইকেট শিকার করেছেন শরিফুল। যেখানে মোস্তাফিজের চার বছর ১৪৭ দিন ও সাকিবের ৯ বছরের বেশি সময় দরকার হয়েছে।

কুড়ি ওভারের ক্রিকেটে প্রথম ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন সাকিব আল হাসান। ২০১৬ সালে খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে খেলা এক ম্যাচে এ কীর্তিতে নাম লেখান সাকিব। টাইগার অলরাউন্ডারের পরে ৫০ উইকেটের কীর্তি নাম লেখান মোস্তাফিজ। ২০১৯ সালে এ মাইলফলক ছুঁয়েছেন তিনি।

সাকিব-ফিজের পর এ তালিকায় নাম লেখান পেসার তাসকিন আহমেদ। ২০২৩ সালে আফগানদের বিপক্ষে খেলা এক ম্যাচে পঞ্চাশ উইকেটে নাম লেখান এই পেসার। গতকাল পাকিস্তানের বিপক্ষে উইকেটের ফিফটিতে পা রেখেছেন বাঁহাতি পেসার শরীফুল।

ম্যাচ সংখ্যায় দ্রুততম ৫০ উইকেট তোলায় অবশ্য শরিফুল তৃতীয়। এর আগে ৩৩ ম্যাচে মোস্তাফিজ, ৪২ ম্যাচে সাকিব এ কীর্তিতে নিজেদের নাম লিপিবদ্ধ করেন। সেখানে ৪৫তম ম্যাচে এসে উইকেটের ফিফটির মাইলফলক স্পর্শ করলেন শরিফুল ইসলাম।

সময়ের হিসেবে দ্রুততম ৫০ উইকেট তোলায় সবার ওপরে শরীফুল। মাত্র চার বছর দুই মাসেই  ৫০ উইকেট শিকার করেছেন শরিফুল। যেখানে মোস্তাফিজের চার বছর ১৪৭ দিন ও সাকিবের ৯ বছরের বেশি সময় দরকার হয়েছে।

পঞ্চগড়ে ১০০০ শয্যার হাসপাতাল তৈরির দাবি শরীফুলের

এদিকে ১২৬ ইনিংসে ১৪৯ উইকেট নিয়ে সবার ওপরে আছেন সাকিব আল হাসান। এছাড়া ১০৬ ইনিংসে ১৩৪ উইকেট শিকার করে দ্বিতীয় স্থানে রয়েছেন মোস্তাফিজুর রহমান। ৭৩ ইনিংসে তাসকিনের উইকেট সংখ্যা ৮২টি। এরপরই ৫০ উইকেট নিয়ে তালিকায় চতুর্থ শরিফুল ইসলাম।

জাতীয় দলের জার্সিতে ১২টি টেস্ট, ৪০টি ওয়ানডে আর ৪৫টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়ে ইতোমধ্যে ১৩৪ উইকেট শিকার করেছেন এ বাঁহাতি পেসার।

এমআই