Advertisement
Us Bangla Airlines
সিরিজ হারের পর নতুন দুঃসংবাদ পেল বাংলাদেশ

সিরিজ হারের পর নতুন দুঃসংবাদ পেল বাংলাদেশ

খেলা ডেস্ক

৩১ মে ২০২৫, ২১:০৬

আইসিসির সহযোগী দেশ আরব আমিরাতের বিপক্ষে হার দিয়ে শুরু। পাকিস্তানে সিরিজে পরাজয়ের ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশ। তাতে টানা চার টি-টোয়েন্টি ম্যাচ হেরেছে লিটনের দল। পাশাপাশি উভয় দেশের সঙ্গে সিরিজ খুইয়েছে। বাইশ গজে এত বাজে পারফরম্যান্সের মাঝে নতুন দুঃসংবাদ পেল বাংলাদেশ।

সিরিজের শেষ ম্যাচে দলটির অন্যতম পেসার শরিফুল ইসলামের সার্ভিস পাবে না টাইগাররা। চোটের কারণে পাকিস্তান সিরিজ থেকে ছিটকে পড়েছেন তিনি। বিষয়টি অবশ্য গতকালই আঁচ করা যাচ্ছিলো। গতকাল দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ চলাকালীন বোলিংয়ের সময় চোট পেয়েছিলেন শরিফুল। 

দ্বিতীয় ওভারের প্রথম তিন বল করার পর ইনজুরিতে পড়া শরিফুল আর মাঠে ফেরেননি। এমনকি ব্যাটিং ইনিংসে নামতে না পারায় ৯ উইকেট হারানোর পর বাংলাদেশের ইনিংস সমাপ্ত ঘোষণা করা হয়।

শরিফুলের ইনজুরিতে লঙ্কা সিরিজে তার থাকা অনিশ্চয়তায় পড়েছে। পেশির সেই চোটের কারণে কমপক্ষে দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবেন তিনি। আজ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির পাঠানো বিবৃতিতে জাতীয় দলের ফিজিও দেলোয়ার হোসেন শিভা শরিফুলের ইনজুরি নিয়ে বলেন, ‘শুক্রবার লাহোরে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বোলিং করার সময় শরিফুল চোট পান। এমআরআই স্ক্যান সহ পরবর্তী মেডিকেল মূল্যায়নে তার ডান পাশের রেক্টাস ফেমোরিস পেশীতে গ্রেড-ওয়ান স্ট্রেইন ধরা পড়ে।’

‘ইনজুরির ফলে, বিসিবি মেডিকেল টিমের তত্ত্বাবধানে যথাযথ পুনরুদ্ধার এবং পুনর্বাসনের জন্য শরিফুলকে আগামী দুই থেকে তিন সপ্তাহের জন্য খেলার বাইরে রাখার সিদ্ধান্ত হয়েছে’- জানান তিনি।

এমআই