
সভাপতি পরিবর্তনের দিনে আইসিসি থেকে দুঃসংবাদ পেল বিসিবি
খেলা ডেস্ক
৩১ মে ২০২৫, ১১:৫৫
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের দিনেও কাল সবচেয়ে বেশি আলোচনায় ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মাত্র ৯ মাসের মাথায় দ্বিতীয় বোর্ড প্রেসিডেন্ট পেল লিটনরা। সাবেক ক্রিকেটার ফারুক আহমেদের বদলি হিসেবে বিসিবির নতুন সভাপতি হয়েছেন দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল।
সভাপতি পরিবর্তনের দিনে গতকাল আইসিসি থেকে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ৯ থেকে ১০–এ নেমে গেছে লিটনের দল। এর আগে সপ্তাহ তিনেক আগে ওয়ানডে র্যাঙ্কিংয়েও তলানিতে নেমেছিল টাইগার ক্রিকেটাররা। এবার টি-টোয়েন্টিতেও পিছিয়ে পড়েছে তারা।
চলতি মাসেই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল বাংলাদেশ। যেখানে শেষের দুই ম্যাচে পরাজয় গুনেছিল ফিল সিমন্সের শিষ্যরা। বাংলাদেশ থেকেও পিছিয়ে পড়া আমিরাতে বিপক্ষে সিরিজ হারই লিটনদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। ফলে এক ধাপ পিছিয়ে টি-টোয়েন্টিতে দশে নেমেছে তারা।
গতকাল (৩০ মে) আইসিসি থেকে প্রকাশিত টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
কুড়ি ওভারের ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশের। আমিরাতের বিপক্ষে শেষ দুই ম্যাচ হারার পর পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে শুরুর দুই ম্যাচে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। পরাজয়ের বৃত্তে আটকে থাকা বাংলাদেশ ৫ পয়েন্ট হারিয়েছে। তাতে ২২৫ থেকে কমে বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ২২০।
বাংলাদেশের পয়েন্ট কমে যাওয়ায় কোনো ম্যাচ না খেলেই এক ধাপ ওপরে ওঠেছে আফগানিস্তান। আগের মতোই ২২৩ পয়েন্ট নিয়ে রশিদদের অবস্থান এখন নবম।
টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে সবার ওপরে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ভারত। সূর্যকুমারদের রেটিং পয়েন্ট ২৭১। এরপরই পর্যায়ক্রমে রয়েছে অস্ট্রেলিয়া (২৬২), ইংল্যান্ড (২৫৪), নিউজিল্যান্ড (২৪৯) ও ওয়েস্ট ইন্ডিজ (২৪৬), দক্ষিণ আফ্রিকা (২৪৫) ও শ্রীলঙ্কা (২৩৫)। বাংলাদেশের বিপক্ষে বর্তমানে খেলা পাকিস্তান ২২৯ পয়েন্ট নিয়ে আটে রয়েছে।
এমআই