
চালকের আসনে থেকেও জয় পেল না বাংলাদেশ
খেলা ডেস্ক
৩০ মে ২০২৫, ১৮:০৩
লোয়ারঅর্ডারের ব্যাটিং-বোলিংয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চালকের আসনে ছিল বাংলাদেশ ইমার্জিং দল। দ্বিতীয় দিন শেষেও নিশ্চিতভাবে এগিয়ে ছিল উদীয়মান টাইগাররা। এরপর বাকিটা কেবলই বৃষ্টির দাপট। টানা দুইদিনের বৃষ্টিতে তলিয়েছে মিরপুরের মাঠ। তাতে চারদিনের ম্যাচটি ড্র ঘোষণা করে আম্পায়াররা।
দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে চারদিনের দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে গত সপ্তাহে শেষ হয়েছিল প্রথম ম্যাচটি। বৃষ্টির বাগড়ায় সেই ম্যাচেও ফলাফল আসেনি। চারদিন খেলা হলেও ড্র মেনে শেষ করেছিল দুই দল।
এরপর চলতি সপ্তাহে মিরপুরে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। টসে জিতে শুরুতে ব্যাট করতে নামা বাংলাদেশের সূচনা মোটেও ভালো হয়নি। ব্যাটিং বিপর্যয়ে অল্প গুঁটিয়ে যাওয়ার পরিবেশ তৈরি করেছিল বাংলাদেশ ইমার্জিং দলের ব্যাটাররা।
দলীয় ৫৮ রানে পাঁচ উইকেট হারানো বাংলাদেশের হাল ধরেন ওপেনার ইফতি ও মিডলঅর্ডার ব্যাটার মইন খান। প্রথম দিনেই ইফতি ১০৯ ও মঈন খান ৯১ রান করে আউট হয়েছেন। দ্বিতীয় দিনে ছিল বাংলাদেশের লোয়ারঅর্ডারের ব্যাটিং শো। লেজের তিন ব্যাটসম্যান দ্বিতীয় দিনে তুলেছেন ১২৯ রান। এর মধ্যে রাকিবুল ৩১, রিপন মন্ডল ৪৩ এবং পেসার মেহেদী হাসান ৪৪ রানে অপরাজিত ছিলেন।
সবমিলিয়ে ৩৭১ রানে সবগুলো উইকেট হারিয়ে ইনিংস শেষ করে বাংলাদেশ দল। পরে বিকেলে দাপট দেখিয়েছে বাংলাদেশি বোলাররা। রিপন মন্ডল, রাকিবুল হাসানের জোড়া উইকেট আর মেহেদী ও নাঈমের একটি করে উইকেট শিকারে বিপদে পড়ে প্রোটিয়ারা।
সবমিলিয়ে ১৫২ রান খরচায় প্রোটিয়াদের ৬ উইকেট তুলে দিন শেষ করে টাইগারদের ইমার্জিং টিম। যেখানে ফলো-অন এড়াতে প্রয়োজন আরও ৭০ রান প্রয়োজন ছিল দক্ষিণ আফ্রিকার। বৃষ্টির বাগড়ায় দ্বিতীয় দিনের খেলা সমাপ্ত হলেও তৃতীয়, চতুর্থ দিনে বৃষ্টিতেই তলিয়ে গেছে। ফলে দুই ম্যাচের সিরিজ ড্র রেখেই শেষ করলো বাংলাদেশ ইমার্জিং দল।
এমআই