Advertisement
Us Bangla Airlines
টি-টোয়েন্টি দলের উন্নতির কারণ তামিম-ইমন, ওয়ানডেতে কোথায় পিছিয়ে?

টি-টোয়েন্টি দলের উন্নতির কারণ তামিম-ইমন, ওয়ানডেতে কোথায় পিছিয়ে?

খেলা ডেস্ক

১৫ আগস্ট ২০২৫, ২০:৫১

বাংলাদেশ ক্রিকেটে ধারাবাহিক শব্দটা খুব কমই দেখা গিয়েছে। বছর কয়েক আগে ওয়ানডে ফরম্যাটে টাইগারদের কিছুটা ধারাবাহিক দেখা গেলেও সেটা এখন বিপদগামী। টি-টোয়েন্টিতে কিছু জয়ের দেখা মিললেও টেস্ট-ওয়ানডেতে তা অধরাই রয়ে গেছে। সম্প্রতি ১৯ বছর পর ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ১০ নম্বরে নেমেছে বাংলাদেশ।

পঞ্চাশ ওভারের ক্রিকেটে এমন ভরাডুবির কারণ হিসেবে মিডল-অর্ডারের ব্যর্থতাকেই দায়ী করছেন কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। তবে ওয়ানডের তুলনায় টি-টোয়েন্টিতে টাইগারদের অবস্থান কিছুটা ভালো। লিটনের দলের উন্নতির কারণ হিসেবে দলের ওপেনিং জুটিকেই কৃতিত্ব দিচ্ছেন টাইগারদের সিনিয়র সহকারী কোচ।

‘এমন না যে আমার বিসিবির চাকরিই করতে হবে’

ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, ‘অনূর্ধ্ব-১৯ পর্যায় থেকে ইমন ও তামিম একসঙ্গে খেলছে। সবচেয়ে বড় কথা, বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছে তারা। ফলে তারা ভয়হীন ক্রিকেট ও শট খেলতে পারে। টি-টোয়েন্টিতে যে সাহস আর শট খেলতে হয়, সেটা তাদের মধ্যে আছে।’

তিনি বলেন, ‘টেস্টে অনেকদিন পর সাদমান (ইসলাম) ভালো অবস্থায় আছে। আমরা আরেকজন ওপেনার খুঁজছি। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে আমরা পাঁচ-ছয়জন ব্যাটার নিয়ে খেলি। আমাদের লোয়ার-অর্ডার ব্যাটারদের পারফরম্যান্স ভালো নয়। তাই একসঙ্গে সব পরিবর্তন করা সম্ভব নয়, দ্রুত ছোট ছোট ফাইন টিউনিং দরকার।’

‘যদি ওপেনাররা সেট হয়ে যায়, তাহলে দল অনেক এগিয়ে যাবে। তাই একবারে সব বদল না করে ধীরে ধীরে পরিবর্তন আনা ভালো’- যোগ করেন তিনি।

ব্যাট হাতে বাংলাদেশের দুই ওপেনারের বড় উন্নতি

টেস্ট ও টি-টোয়েন্টিতে বাংলাদেশ দল স্থিতিশীল বলেও দাবি সিনিয়র সহকারী কোচের, ‘আমাদের টেস্ট দল এখন অনেকটাই স্থির। কে ব্যাট করবে, কে বল করবে, কে পেস আক্রমণ সামলাবে। খুব বেশি পরিবর্তন নেই, এবং ভবিষ্যতেও তেমন হবে না। টি-টোয়েন্টিতেও আমরা এখন প্রায় সেই ধারাবাহিকতায় পৌঁছে গেছি।’

ওয়ানডে দলের ব্যর্থতার কারণ জানিয়ে সালাহউদ্দিন বলেন, ‘ওয়ানডে দলের ক্ষেত্রে এখনও কিছু হিসাব-নিকাশ বাকি। এখানে অনেক কিছু মাথায় রাখতে হয়। ওয়ানডেতে অভিজ্ঞদের ওপর নির্ভর করতে হয় বেশি। মিডল-অর্ডারে লম্বা সময় সাকিব-মুশফিক-মাহমুদউল্লাহরা খেলেছে। এখন সেই জায়গায় আমরা এখনও কাউকে স্থায়ীভাবে বসাতে পারিনি।’

১২ বছরে প্রথম ড্র, ৪০৪ ওভারের পরও ফলহীন টেস্ট

তিনি বলেন, ‘ওয়ানডেতে ভূমিকা বদলাতে হয় দ্রুত, উইকেট পড়লে একভাবে এবং না পড়লে আরেকভাবে। ১০ ওভারের পর একরকম, ৩০ ওভারের পর আরেক রকম। যা অভিজ্ঞতা থেকে আসে। একবার পরিস্থিতি পড়তে শিখলে এবং হিসাবমতো খেলতে পারলেই এই জায়গায় উন্নতি আসবে। মিডল-অর্ডারের নতুন সেটআপে এখনও পুরোপুরি মানিয়ে নিতে পারিনি।’

সালাহউদ্দিন বলেন, ‘চার, পাঁচ, ছয় নম্বর পজিশন গুরুত্বপূর্ণ। এখানে স্ট্রাইক ঘোরানো এবং ম্যাচের চাহিদা অনুযায়ী খেলা জরুরি। নতুনদের সময় লাগবে। টেস্ট বা টি-টোয়েন্টিতে আমরা ধারাবাহিক কারণ সবাই জানে তাদের ভূমিকা কী। ওয়ানডেতে একবার সেই স্তরে পৌঁছালে সব সহজ হয়ে যাবে।’

এমআই