
দুর্ভাগ্য বগুড়ার, স্কুল ক্রিকেটে শিরোপা জিতল কুমিল্লা
খেলা ডেস্ক
২৯ মে ২০২৫, ১৯:৫৯
মনটা কি একটু বেশি খারাপ হলো বগুড়া পুলিশ লাইনস স্কুলের ক্যাপ্টেনের? মাত্র একটা কয়েন টসেই শিরোপা জয়ের আনন্দ থেকে বঞ্চিত হলো তার দল। বিপরীতে বেশ উচ্ছ্বাস আর আনন্দ দেখা গেছে কুমিল্লা মডার্ন হাই স্কুলের শিবিরে। স্কুল ক্রিকেটের এবারের আসরের ফাইনালে চ্যাম্পিয়ন হলো তারা।
শিরোপাজয়ী কুমিল্লার মডার্ন হাই স্কুল প্রাইজমানি পেয়েছে দেড় লাখ টাকা, রানার্স আপ বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ পেয়েছে ১ লাখ টাকা। পুরস্কার বিতরণী আয়োজনে ছিলেন সাবেক জাতীয় অধিনায়ক ও গেম ডেভেলপমেন্টের হেড অব অপারেশন্স হাবিবুল বাশার ও জাতীয় ক্রিকেটার তাসকিন আহমেদ।
এছাড়া স্কুল ক্রিকেটের দীর্ঘদিনের পৃষ্ঠপোষক প্রাইম ব্যাংকের প্রতিনিধি ছিলেন মামুর আহমেদ, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব রিটেইল এবং সৈয়দ রায়হান তারিক, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস।
সারা দেশ জুড়ে আয়োজিত হয় প্রাইম স্কুল ক্রিকেট টুর্নামেন্ট। এই প্রতিযোগিতার চলতি আসরে অংশ নিয়েছে ৩৫১টি স্কুল। তাতে মোট ম্যাচ হয়েছে ৫৮৫টি। শিরোপা নির্ধারণী ম্যাচে আজ বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের মুখোমুখি হওয়ার কথা ছিল কুমিল্লা মডার্ন হাই স্কুলের।
মিরপুরে ইমার্জিং দলের ব্যস্ততা থাকায় বসুন্ধরা স্পোর্টস সিটি ক্রিকেট গ্রাউন্ডে হতো ফাইনাল ম্যাচটি। কিন্তু বেরসিক বৃষ্টির মাঠে কোনো বল না গড়িয়ে হয় ফলাফল নির্ধারণ। বাইলজ অনুযায়ী, টস ভাগ্যে জিতে যায় কুমিল্লা মডার্ন হাই স্কুল। তাতে কোনো বল না খেলেই স্কুল ক্রিকেটের চ্যাম্পিয়ন হয়ে যায় দলটি।
টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন কুমিল্লা মডার্ন হাই স্কুলের আফনান ইন্তেহাদ। জাতীয় পর্যায়ের তিন ম্যাচে প্রায় ৬৯ গড়ে ২০৬ রান করেছেন তিনি। ব্যাট হাতে ১২৭ রান এবং বল হাতে ১১ উইকেট নিয়ে সেরা বোলার ও ম্যান অব দা টুর্নামেন্ট বগুড়া পুলিশ লাইনসের আকাশ রায়।
এমআই