
পাকিস্তানে সিরিজে ডাক পেলেন মিরাজ, বাদ পড়লো কে?
খেলা ডেস্ক
২২ মে ২০২৫, ১৬:৪৪
আরব আমিরাত ও পাকিস্তান সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছিল বিসিবি। সেই স্কোয়াডে জায়গা হয়নি বিপিএলে টুর্নামেন্ট সেরা হওয়া মেহেদি মিরাজের। জাতীয় দলে ডাক না পেলেও গত পরশু পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে গিয়েছেন এই অলরাউন্ডার। এবার ডাক পেয়েছেন পাকিস্তান সিরিজের টি-টোয়েন্টি স্কোয়াডে।
বিসিবির ক্রিকেট অপারেশনস সূত্র থেকে এ তথ্য জানা গেছে। সূত্র বলছে, সৌম্য সরকারের বদলি হিসেবে পাকিস্তান সিরিজে ডাক পেয়েছেন মেহেদি হাসান মিরাজ। ইনজুরির কারণে পাকিস্তান সিরিজ থেকে ছিটকে পড়েছেন সৌম্য। ফলে পিএসএলের খেলা শেষ করে শিগগিরই জাতীয় দলের ডেরায় যুক্ত হবেন অলরাউন্ডার মেহেদি মিরাজ।
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে কোনো ম্যাচেই একাদশে সুযোগ পাননি সৌম্য সরকার। বাকিদের সুযোগ দেওয়া হলেও সৌম্য কেন ছিলেন না, তা নিয়ে দর্শকদের মনে ক্ষোভ জন্মেছিল। তবে গতকাল ম্যাচে নামার আগে সৌম্যর না থাকার কারণ জানিয়েছে বিসিবি।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিসিবি জানায়, ‘সৌম্য সরকারকে পিঠের চোটের সঙ্গে লড়তে হচ্ছে। গত সাতদিন ধরে তার এই ব্যথা ডানপাশে সরে এসেছে। যদিও চোট থেকে পুনর্বাসন প্রক্রিয়া আগে থেকেই চলছে, তবে তাতে খুব ধীরগতির উন্নতি হচ্ছে। গত সপ্তাহের পরিস্থিতি পর্যবেক্ষণ ও মূল্যায়নের পর তৃতীয় ম্যাচ থেকেও ছিটকে যায় সৌম্য।’
বিসিবি সেই বিবৃতিতে আরও জানায়, ‘প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে সৌম্যের আরও সময় লাগবে।’ এবার সৌম্যকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিল বিসিবি। পাকিস্তান সিরিজে সৌম্যকে নিয়ে ঝুঁকি নিতে চায় না ফারুক আহমেদের বোর্ড। ফলে তার পরিবর্তে মেহেদি মিরাজকে স্কোয়াডে ডেকে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে পাঁচ ম্যাচ থেকে কমিয়ে তিনটি টি-টোয়েন্টি খেলবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ। সিরিজের সবকটি ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। ২৮ মে সিরিজ শুরুর পর ৩০ মে এবং ১ জুন সিরিজের বাকি দুটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।
আগামী ২৫ মে পাকিস্তানে পা রাখবে বাংলাদেশ দল। সিরিজের প্রতিটি ম্যাচই শুরু হবে স্থানীয় সময় রাত ৮টায় (বাংলাদেশ সময় রাত ৯টায়)। যদিও ইতোমধ্যে পাকিস্তানে পাড়ি জমিয়েছে লেগস্পিনার রিশাদ হোসেন। পিএসএলের দল লাহোর কালান্দার্সে যোগ দিয়েছেন তিনি। একই দলে আগে থেকে অবস্থান করছেন মেহেদি হাসান মিরাজ।
এমআই