
পিএসএল খেলতে চারদিনের অনুমতি পেলেন মিরাজ
খেলা ডেস্ক
১৯ মে ২০২৫, ১৪:২৬
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে বিসিবি থেকে ছাড়পত্র পেয়েছেন মেহেদি হাসান মিরাজ। টাইগার অলরাউন্ডারকে ৪ দিনের জন্য অনাপত্তি পত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ সোমবার দুপুরে বিসিবি থেকে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিসিবির বার্তায় বলা হয়, পিএসএলের প্লে-অফ পর্বে অংশগ্রহণের জন্য চলতি মাসের ২২ তারিখ থেকে ২৫ তারিখ পর্যন্ত অনাপত্তিপত্র বা এনওসি পেয়েছেন মিরাজ। অবশ্য ৪ দিনের মধ্যেই পিএসএলের প্লে-অফ পর্ব শেষ হবে। পিএসএলে এলিমিনেটর ম্যাচে আগামী ২২ তারিখ খেলতে নামবে মিরাজের দল।
সেখানে জয় পেলে আগামী ২৩ তারিখ দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে লাহোর কালান্দার্স। এরপর ২৫ তারিখ হবে পিএসএলের ফাইনাল। শিরোপা নির্ধারণী ম্যাচের জন্য লাহোর উত্তীর্ণ হলে সেই ম্যাচের জন্যেও মিরাজকে পাবে শাহিন আফ্রিদিরা। অর্থাৎ প্লে-অফের পুরো সময়ই মিরাজকে পাচ্ছে লাহোর কালান্দার্স।
চলতি মৌসুমে লাহোরের দলে বাংলাদেশি ক্রিকেটারের ছড়াছড়ি। আসরের শুরুতে দলটির হয়ে খেলেছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। গতকাল লাহোরের দলে সাকিব আল হাসানের অভিষেক হয়েছে। প্লে-অফে দেখা যাবে বাংলাদেশের আরেক মুখ মেহেদি হাসান মিরাজ।
এদিকে বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে প্রথমবারের মতো ডাক পেলেন টাইগার অলরাউন্ডার। ধারণা করা হচ্ছে, সিকান্দার রাজার বদলি হিসেবে লাহোরের দলে খেলবেন তিনি। জাতীয় দলের ব্যস্ততায় শিগগিরই লাহোরের ডাগ আউট ছাড়বেন জিম্বাবুয়ের তারকা ক্রিকেটার সিকান্দার রাজা। আগামী ২২ মে ইংল্যান্ডের বিপক্ষে ২৩ বছর টেস্ট খেলতে নামবে তার দল।
উল্লেখ্য, টি-টোয়েন্টি সংস্করণে এখন পর্যন্ত ১৫৩ ম্যাচ খেলেছেন মেহেদি হাসান মিরাজ। তাতে ব্যাট হাতে ১৮ গড়ে ২০৯৯ রান করেছেন তিনি। যেখানে ১১৮ স্ট্রাইকরেটে ফিফটির সংখ্যা ৭টি। বিপরীতে ১৪৩ ইনিংস বল করে ত্রিশ গড়ে ১০৭ উইকেট শিকার করেছেন এই অলরাউন্ডার।
এমআই