Advertisement
Us Bangla Airlines
পিএসএলে এক দলে তিন বাংলাদেশি, একাদশে থাকবেন কে?

পিএসএলে এক দলে তিন বাংলাদেশি, একাদশে থাকবেন কে?

খেলা ডেস্ক

২২ মে ২০২৫, ১৫:৪৫

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ড্রাফট থেকে দল পেয়েছিলেন বাংলাদেশের তিন ক্রিকেটার। লাহোর কালান্দার্সে রিশাদ, করাচি কিংসে লিটন এবং পেশওয়ার জালমিতে নাহিদ রানা। ইনজুরিতে পড়া লিটন কোনো ম্যাচ না খেলেই পিএসএল ত্যাগ করেন। নাহিদ রানা খেলতে গেলেও কোনো ম্যাচে সুযোগ পাননি।

পিএসএলে একমাত্র রিশাদ হোসনেই ম্যাচ খেলেছিলেন। লাহোরের জার্সিতে ৫ ম্যাচ খেলা এই লেগ স্পিনার শিকার করেছেন ৯ উইকেট। পাক-ভারত সংঘাতে পাকিস্তান সুপার লিগে বড় পরিবর্তন এসেছে। বিদেশি খেলোয়াড়েরা একে একে নিজেকে সরিয়ে নিয়েছেন। তাতে নতুন ক্রিকেটার ভিড়িয়েছে দলগুলো।

পিএসএলে খেলতে পাকিস্তানে সাকিব, ম্যাচ যেদিন

লাহোর দলে ড্যারিল মিচেলের পরিবর্তে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান। সিকান্দার রাজার পরিবর্তে দলে যোগ দিয়েছেন মেহেদি হাসান মিরাজ। এবার জাতীয় দলের ব্যস্ততা শেষে দলটিতে পুনরায় যুক্ত হলেন টাইগার লেগ স্পিনার রিশাদ হোসেন। তাতে শুধু লাহোরেই খেলবেন তিন বাংলাদেশি ক্রিকেটার।

প্লে-অফের ম্যাচ খেলতে আজ রাতে করাচির বিপক্ষে খেলতে নামবে লাহোর। সেখানে অন্তত দুইজন বাংলাদেশিকে খেলাতে পারে শাহিন আফ্রিদির দল। এক্ষেত্রে অলরাউন্ডার হিসেবে সাকিব আল হাসানের একাদশে থাকা নিশ্চিত বলা চলে। পাশাপাশি অভিষেক হতে পারে মেহেদী হাসান মিরাজের।

বোলিং বৈচিত্রের জন্য বাংলাদেশের তিন ক্রিকেটারকে একত্রেও দেখা যেতে পারে। লাহোরের বর্তমান স্কোয়াডে ৬ জন বিদেশি ক্রিকেটার রয়েছেন। এর মধ্যে উইকেটরক্ষক হিসেবে কুশাল পেরারার স্থান নিশ্চিত। বিশ্বসেরা অলরাউন্ডার হিসেবে জায়গা পাবেন সাকিব। তাতে সুযোগ হারাবেন আসিফ আফ্রিদি।

রিশাদের দলে পুরস্কার বিতরণে পক্ষপাতের অভিযোগ!

সিকান্দার রাজা চলে যাওয়ায় দলটিতে কোনো ডানহাতি স্পিনার নেই। সেক্ষেত্রে একমাত্র ভরসা হতে পারেন মেহেদি হাসান মিরাজ। ভ্রমণ ক্লান্তি আর আমিরাত সিরিজের বাজে ফর্মে জায়গা পাচ্ছেন না রিশাদ হোসেন। আবার গুঞ্জন রয়েছে, রিশাদকে ভবিষ্যত বিবেচনায় ফিরিয়েছে লাহোর কালান্দার্স।

একনজরে লাহোরের সম্ভাব্য একাদশ

ফখর জামান, মোহাম্মদ নাইম, কুশল পেরারা, আবদুল্লাহ শফিক, ভানুকা রাজাপাকশে, মেহেদি মিরাজ, সাকিব আল হাসান, আসিফ আলি, শাহিন আফ্রিদি, হারিস রউফ, জামান খান।

এমআই