
কেন বাদ পড়েছিলেন রিশাদ, জানালেন ফখর জামান
খেলা ডেস্ক
২৯ এপ্রিল ২০২৫, ১৬:২০
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অভিষেকটা দুর্দান্ত হয়েছিল রিশাদের। নিজের প্রথম ম্যাচেই শিকার করেছিলেন ৩ উইকেট। পরের ম্যাচে রিশাদের পারফরম্যান্স ছিল আরও দারুণ। মিতব্যয়ী বোলিংয়ের পাশাপাশি সেই ম্যাচেও ৩ উইকেট তুলেছেন এই বোলার। তৃতীয় ম্যাচেও ২ উইকেট পেয়েছেন বাংলাদেশি লেগি।
চতুর্থ ম্যাচটা আর রিশাদের পক্ষে ছিল না। রান খরচের পাশাপাশি উইকেটশূন্য ছিলেন এই বোলার। এর পরের ম্যাচেই রিশাদকে সেরা একাদশ থেকে সরিয়ে দেয় তার দল লাহোর কালান্দার্স। রিশাদের পরিবর্তে দলে জায়গা পায় ইংলিশ অলরাউন্ডার টম কারান। মুলতানের বিপক্ষে সেই ম্যাচে ৪ ওভারে ২৪ রান খরচায় ১ উইকেট নিয়েছেন কারান।
রিশাদের পরিবর্তে কারান জায়গা পেলেও বাংলাদেশি স্পিনারের ওপর আস্থা হারাচ্ছে না লাহোর। বরং টাইগার স্পিনারকে প্রশংসায় ভাসিয়েছেন লাহোরের ওপেনার ফখর জামান। পাশাপাশি রিশাদের বাদ পড়ার কারণও জানিয়েছেন তিনি।
ফখর বলেন, ‘রিশাদ দারুণ একজন প্রতিভা। আমি তাকে নেটে মোকাবেলা করেছি। সবাই তার অনেক প্রশংসা করে। সে ব্যাটও করতে পারে। দারুণ প্রতিভাবান একজন প্লেয়ার। গত ম্যাচে উইকেটের আচরণ বিবেচনায় সে খেলেনি। আমাদের ব্যাটার বেশি দরকার ছিল। দারুণ প্রতিভাবান একজন প্লেয়ার সে। আমার মনে হয় তার ভবিষ্যতও বেশ উজ্জ্বল।’
তিনি আরও বলেন, ‘দল জিতবে, হারবে। ক্রিকেট এমন খেলা যে জিততে হলে ভালো খেলতেই হবে। স্বস্তি এখনও আসেনি। তবে যে প্রক্রিয়ায় এগোচ্ছি তাতে খুশি। এভাবে এগিয়ে যেতে পারলে অন্য দলকে চাপে রাখা যাবে। হার জিত যেটাই আসুক, প্রক্রিয়া মেনে এগিয়ে যেতে পারলেই খুশি।’
পিএসএলে ৩ জয় এবং ৩ হার নিয়ে টেবিলের দুইয়ে আছে রিশাদের লাহোর কালান্দার্স। প্লে-অফে খেলতে এই দলকে এই দলকে সেরা চারে থাকতে হবে।
এমআই