Advertisement
Us Bangla Airlines
রিশাদের দলে পুরস্কার বিতরণে পক্ষপাতের অভিযোগ!

রিশাদের দলে পুরস্কার বিতরণে পক্ষপাতের অভিযোগ!

খেলা ডেস্ক

১৬ এপ্রিল ২০২৫, ২০:২৭

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ড্রাফট থেকে ডাক পেয়েছিলেন বাংলাদেশের ৩ ক্রিকেটার। এর মধ্যে করাচি কিংসের হয়ে খেলতে যাওয়া লিটন দাস চোটে পড়ে কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরেছেন। রিশাদ হোসেন খেলছেন লাহোর কালান্দার্স দলে। আর পেশোয়ার জালমিতে ডাক পাওয়া নাহিদ রানা জাতীয় দলের ব্যস্ততায় এখনো পাকিস্তানে যাননি।

লাহোরের হয়ে ইতোমধ্যে ২ ম্যাচ খেলেছেন রিশাদ হোসেন। বাংলাদেশি লেগিকে ‘ট্রাম্পকার্ড’ হিসেবে পেয়েছে লাহোর। মাত্র ২ ম্যাচ খেলেই রিশাদ তুলেছেন প্রতিপক্ষের ৬ উইকেট। রিশাদের খেলা উভয় ম্যাচেই জয়ের দেখা পেয়েছে লাহোর। গতকাল করাচির মাটিতে রিশাদের কল্যাণেই তাদের ৫ ম্যাচ পর হারিয়েছে শাহিনের দল।

পিএসএলে ম্যাচ জিতলেই ইমপ্যাক্ট খেলোয়াড়কে আইফোন ১৬ দেওয়ার ঘোষণা দিয়েছিল লাহোরের মালিক সামিন রানা। তাতে জয়ের ২ ম্যাচে ২ ক্রিকেটারকে দুইটি আইফোন উপহার দিয়েছে লাহোর কর্তৃপক্ষ। কোয়েটাকে হারিয়ে প্রথম পুরস্কারটি পেয়েছিল শাহিন আফ্রিদি। করাচিকে হারিয়ে আইফোন জিতেন ইংলিশ তারকা স্যাম বিলিংস।

গতকাল ম্যাচ শেষে টিম মিটিংয়ে আইফোন ১৬ বিজয়ীর নাম ঘোষণা করেন দলের মালিক ও প্রধান পরিচালন কর্মকর্তা সামিন রানা। তবে নাম ঘোষণার আগে তিনি লটারির ব্যবস্থা করেন। যেখানে ৪ জন ক্রিকেটারের নাম থাকার কথা জানান তিনি। এর মধ্যে স্যাম বিলিংস, ড্যারিয়েল মিচেল, শাহিন আফ্রিদি এবং সিকান্দার রাজার নাম উল্লেখ করেন।

সবার সম্মতিতে লটারির ট্রাম্পকার্ড তুলেন বিলিংস। সেখানেই নিজের নাম দেখেই উল্লাসে ফেটে পড়েন এই উইকেটরক্ষক ব্যাটার। পরে লটারির বাকি কাগজ খুলে দেখা যায়, প্রতিটি কার্ডেই ছিল স্যাম বিলিংসের নাম। ইংলিশ ক্রিকেটারের প্রতি দলের মালিকের পক্ষপাতিত্বের অভিযোগ তুলেন শাহিন, রাজা, হারিস রউফরা।

রিশাদের বোলিং ‘আকর্ষণীয়’ জানিয়ে যা বললেন বিলিংস

তবে মজার ছলেই দলের মালিকের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ করেন তারা। যদিও ম্যাচের ইমপ্যাক্ট বিবেচনায় আইফোন ১৬ বিজয়ীর নাম দলের পক্ষ থেকে আগেভাগেই নির্বাচন করে রাখে লাহোর। গতকালও সেটাই দেখা গেল আরেকবার।

করাচিকে হারিয়ে দেওয়ার ম্যাচে গতকাল ব্যাট হাতে ১০ বলে ১৯ রান করেন স্যাম বিলিংস। এরপর উইকেটের পেছনে ৩টি ক্যাচ ধরেন এই উইকেটকিপার। যার মধ্যে রিশাদের প্রথম উইকেটটিও অন্তর্ভুক্ত ছিল। ম্যাচে বিলিংসের এমন অবদান রাখায় তাকে আইফোন ১৬ উপহার দিয়েছে লাহোর।

এমআই