Advertisement
Us Bangla Airlines
৩ উইকেট শিকার করে কত টাকা পুরস্কার পেলেন রিশাদ?

৩ উইকেট শিকার করে কত টাকা পুরস্কার পেলেন রিশাদ?

খেলা ডেস্ক

১৬ এপ্রিল ২০২৫, ১২:০৪

বল হাতে প্রথম ম্যাচের ছন্দটা যেন দ্বিতীয় ম্যাচে টেনে এনেছেন রিশাদ হোসেন। নিজের স্পেলের প্রথম বলেই উইকেট তুলেছেন বাংলাদেশি লেগি। ৬ ফুট ৩ ইঞ্চি উচ্চতার রিশাদের টার্ন এবং বাউন্সের কাছে পরাস্ত পাকিস্তানের লাল বলের ক্যাপ্টেন শান মাসুদ। তিন বলের বিরতিতে নিয়েছেন দ্বিতীয় উইকেট।

এক ওভারে পরপর ২ উইকেট তুলে লাহোরের ব্যাটিং অর্ডারকে ন্যাসাৎ করে দিয়েছেন রিশাদ। নিজের দ্বিতীয় ওভারে অলরাইন্ডার আব্বাসকে সেই টার্নেই পরাস্ত করলেন। কাভারের ওপর দিয়ে খেলতে যাওয়া বলটি টার্নের কারণে চলে যায় শর্ট ব্যাকওয়ার্ড পয়েন্টে। সেখানে আগে থেকেই প্রস্তুত ছিলেন ফিল্ডার জামান খান।

২ ওভারে ৩ উইকেট নিয়ে লাহোরের জয়ের মঞ্চ তৈরি করে ফেলেছেন টাইগার লেগ স্পিনার। নিজের ওভারের শেষ বলে আরেকটা উইকেট পেতে পারতেন রিশাদ হোসেন। সিকান্দার রাজা ক্যাচটা ধরেছিলেন ঠিকঠাকই। কিন্তু ভারসাম্য রাখতে পারলেন না। তবে সবমিলিয়ে রিশাদের বোলিংটা ছিল নজরকাড়া।

লাহোর কালান্দার্সের হয়ে এদিন রিশাদের বোলিং ফিগার ৪-০-২৬-৩। এদিন দারুণ বোলিংয়ের সুবাদে ‘সুপারপাওয়ার অব দ্য ডে’ পুরস্কারটাও নিজের করে নিয়েছেন টাইগার লেগস্পিনার। পাকিস্তানি অর্থমূল্যে রিশাদকে তিন লাখ রুপির চেক দেয়া হয়। বাংলাদেশের আজকের দিনের অর্থমূল্যে যা প্রায় ১ লাখ ৩০ হাজার টাকার সমান।

পিএসএলে ২ ম্যাচে ৬ উইকেট শিকার করা রিশাদ এখন সর্বোচ্চ উইকেটশিকারি বোলার। কোয়েটার লেগ স্পিনার আবরার আহমেদের উইকেট সংখ্যা সমান হলেও গড় ও ইকোনমি বিবেচনায় রিশাদই এগিয়ে। ফলে তার মাথায় ওঠেছে পিএসএলের সর্বোচ্চ উইকেট শিকারির ‘ফজল মাহমুদ ক্যাপ।’

এমআই