
ম্যাচসেরা হয়ে যা বললেন তাসকিন
খেলা ডেস্ক
৩০ আগস্ট ২০২৫, ২৩:০৪
নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অসাধারণ বোলিং প্রদর্শন করেন তাসকিন আহমেদ। ডাচ ব্যাটারদের বিপক্ষে তার ২৮ রানে ৪ উইকেট শিকার ছিল ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো। তার এই দুর্দান্ত পারফরম্যান্সে বাংলাদেশ ৮ উইকেটের বিশাল জয় তুলে নেয়।
তাসকিনের পাশাপাশি দুর্দান্ত বোলিং করেন মুস্তাফিজুর রহমানও, যিনি মিতব্যায়ী বোলিং করে ম্যাচের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করেন। দুই পেসারের দাপটে নেদারল্যান্ডস দলের ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে এবং তারা ২০ ওভারে ১৩৬ রানে থামে।
ম্যাচ শেষে তাসকিন আহমেদ বলেন, ‘এমন একটি ম্যাচ খেলা সবসময়ই দারুণ অনুভূতি। বিশেষ করে সিরিজের প্রথম ম্যাচে যদি এমন পারফরম্যান্স থাকে, তবে আরও ভালো লাগবে। গত কিছু সময় ধরে চোটের কারণে আমার রিদম ফিরে পেতে সমস্যা হচ্ছিল, তবে এখন আমি ধীরে ধীরে সেই রিদম ফিরে পেয়েছি। এটা নিয়ে আমি কাজ করছি এবং এখন ফলাফল পাচ্ছি।’
তাসকিন আরও জানান, ‘গত কয়েক সপ্তাহ আমরা কঠোর পরিশ্রম করেছি এবং সেটিরই প্রভাব মাঠে পড়েছে। কঠোর পরিশ্রমের ফল একসময় পাওয়া যায়, এবং আজকের বোলিং সেটি প্রমাণ করেছে।’
মাঠের শিশিরের প্রভাব নিয়েও কথা বলেন তাসকিন। তিনি বলেন, ‘উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো ছিল, তবে মাঠে শিশিরের প্রভাব ছিল। স্পিনারদের জন্য বল ধরাও কঠিন ছিল। পেসারদের জন্যও কাজ সহজ ছিল না। তবে আমি নিজের প্রক্রিয়া ঠিক রেখে এবং কিছু বৈচিত্র ব্যবহার করে সাফল্য পেয়েছি।’
এই পারফরম্যান্সের পর তাসকিন আহমেদ নিশ্চিতভাবেই বাংলাদেশ দলের সেরা বোলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, এবং সিরিজের পরবর্তী ম্যাচগুলিতে তার ধারাবাহিকতা দলের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে।
এমআই