
বিসিবির নির্বাচনে অংশগ্রহণ ইস্যুতে মুখ খুললেন সাকিব
খেলা ডেস্ক
২৫ আগস্ট ২০২৫, ১৩:১৩
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের সময় ঘনিয়ে আসছে। আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ শেষ হবে। এরপরই বিসিবির পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তবে বিসিবির পরিচালক হিসেবে বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল থাকবেন কি না, তা নিয়ে চলছে নানান গুঞ্জন।
গতকাল রোববার (২৪ আগস্ট) বুলবুল গিয়েছিলেন নারায়ণগঞ্জে। সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচন করা নিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘আমি তো বলেছি আমি কখনো নির্বাচন করব না। আমি কীভাবে নির্বাচন করব? নির্বাচন করতে যে রসদগুলো লাগে সেটা আমার নেই।’
বুলবুল বলেন, ‘আমি ফ্রি ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল থেকে এসেছি। তারা যদি আমাকে কন্টিনিউ করে, থাকব, চেষ্টা করব।’ পরবর্তীতে টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আসা প্রসঙ্গে বুলবুল বলেন, ‘বিভ্রান্তি আছে অনেক। টি-টোয়েন্টি ক্রিকেট তো ১২০ বলে খেলতে হয়। সেটাতো তো দুই ওভারে শেষ হয়ে যায় না। সবকিছু নির্ভর করবে পরিস্থিতির ওপর।’
গুঞ্জন রয়েছে অ্যাডহক কমিটি গঠন করা নিয়েও। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘ক্রিকেট পরিচালনা পর্ষদের প্রায়োরিটি হচ্ছে ক্রিকেট চালানো। নির্বাচন চার বছর পরপর হয়। সময় যেহেতু চলে এসেছে, সেটা ঠিক সময়েই হবে।’
তিনি আরও বলেন, ‘যারা পূর্ণ সদস্য আছে তাদের নির্বাচন নিয়ে কিন্তু আন্তর্জাতিক নিউজ হয় না। আমরাই সিরিয়াসলি নেই। আমরা এখন যারা ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদে আছি, আমাদের ফোকাস ক্রিকেট। অবশ্যই নির্বাচন সঠিক সময়ে হবে। সেটার জন্য যে আমাদের নির্বাচন কমিশন এবং আনুসাঙ্গিক কাজ সেগুলো দ্রুত জানতে পারবেন।’
এমআই