Advertisement
Us Bangla Airlines
৫ রান করতেই ৭ উইকেট গায়েব, যা বললেন বুলবুল

৫ রান করতেই ৭ উইকেট গায়েব, যা বললেন বুলবুল

খেলা ডেস্ক

০৪ জুলাই ২০২৫, ১২:১৩

শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে ভালো শুরু পেয়েছিল বাংলাদেশ। মাত্র ১৬ ওভারেই ১০০ রানের গণ্ডি পার করেছিল টাইগাররা। জেতার জন্য ৩৪ ওভারে মাত্র প্রয়োজন দেড়শোর কম রান, হাতেও আছে ৯ উইকেট। বাংলাদেশের জন্য জয় যেন মামুলি ব্যাপার। কিন্তু পরবর্তী ঘটনা সবারই জানা।

এক উইকেটে ১০০ রান থেকে ১০৫ এ যেতেই সাজঘরে ফেরেন আরও সাত ব্যাটার। অর্থাৎ মাত্র ৫ রান করতে গিয়ে আরও ৭ ব্যাটারকে হারিয়েছে মেহেদী মিরাজের দল। শেষ পর্যন্ত ৩৫ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ১৬৭ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। ৭৭ রানের জয়ে সিরিজে ১-০তে এগিয়ে আছে শ্রীলঙ্কা।

ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এমন ধস আগে কখনো দেখা যায়নি। দলের এমন ব্যাটিং ধস নিয়ে তুমুল সমালোচনা হচ্ছে। ব্যাটারদের দায়িত্বহীনভাবে ব্যাটিং করাকে অনেকে কাঠগড়ায় তুলছেন। দলের এমন দুর্দশা অবস্থা নিয়ে দেশের এক টেলিভিশনকে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

বুলবুল বলছিলেন, ‘একটা পর্যায়ে তো মনে হচ্ছিল খুব সুন্দরভাবে আমরা রান তাড়া করব। যখন শান্ত রান আউট হয়ে গেল, তারপর আমার মনে হচ্ছিল এই উইকেট সেট হয়ে আউট হওয়াটা দলের জন্য অনেক বড় অসুবিধা। নতুন ব্যাটারের জন্য এখানে সেট হয়ে রান তাড়া করা কঠিন।’

তিনি বলেন, ‘এই উইকেটে ব্যাটারদের যে মানসিকতা নিয়ে ব্যাটিং করা উচিত ছিল, তারা সেটা করেনি। আমার মনে হয় সেটা নিয়েও কাজ করা উচিত।’

এমআই