
দেশ ছাড়লেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম
খেলা ডেস্ক
৩০ জুলাই ২০২৫, ১৭:৪০
চলতি বছরে আচমকা বিসিবির সভাপতি পদে বড় রদবদল এসেছিল। ফারুক আহমেদের পরিবর্তে গত ৩০ মে বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। দায়িত্ব নেওয়ার পর থেকে বেশ ব্যস্ত সময়ই কাটাচ্ছেন। বোর্ড পরিচালকদের নিয়ে একাধিক সভা করেছেন।
ক্রিকেটকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য নানান কৌশল অবলম্বন করছেন দেশের টেস্ট ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ান। নিজের স্বল্প সময়ের দায়িত্বের মধ্যেই বিসিবিকে একটা পর্যায়ে এনে দিতে চান তিনি। দেশের ক্রিকেটে ব্যস্ত সময় কাটালেও বিসিবি সভাপতির পরিবার রয়েছে বিদেশে।
পেশাদার ক্রিকেটকে বিদায় জানানোর পর লম্বা সময় ধরে অস্ট্রেলিয়াতে বসবাস করছেন আমিনুল ইসলাম। বিসিবির দায়িত্ব নেওয়ার পর গেল ঈদুল আজহাতে অস্ট্রেলিয়ায় গিয়েছেন তিনি। এরপর আর পরিবারের কাছে যাননি বুলবুল। আজ (বুধবার) দুপুরে আবারও তিনি পরিবারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
জানা গেছে, অস্ট্রেলিয়ায় ১৫ দিনের মতো অবকাশ যাপন করবেন বিসিবি সভাপতি। এরপর আবারও ফিরে আসবেন দেশে। এদিকে আগামী সপ্তাহের শেষ দিক থেকে মাঠের অনুশীলনে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। আগস্টের শেষদিকে নতুন কোনো দেশের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ আয়োজিত হতে পারে।
প্রধান কোচ ফিল সিমন্স অবশ্য দেশে ফিরবেন দলীয় অনুশীলন শুরুর আরও কিছুদিন পরে। তবে নতুন পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের দেশে আসার কথা রয়েছে আগেই। সবকিছু ঠিক থাকলে ২১ দিন জাতীয় দলের সঙ্গে কাজ করবেন তিনি। এ ছাড়া এশিয়া কাপের আগে দলের সঙ্গে একজন মনোবিদও কাজ করবেন।
এমআই