Advertisement
Us Bangla Airlines
নারী এশিয়ান কাপে ‘বি’ গ্রুপে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা?

নারী এশিয়ান কাপে ‘বি’ গ্রুপে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা?

খেলা ডেস্ক

২৯ জুলাই ২০২৫, ১৬:০৪

২০২৬ সালের এএফসি নারী এশিয়ান কাপে ‘বি’ গ্রুপে পড়ল বাংলাদেশ। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিপক্ষ চীন, উজবেকিস্তান,উত্তর কোরিয়া। অস্ট্রেলিয়ার সিডনি টাউন হলে মঙ্গলবার (২৯ জুলাই) ১২ দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে ড্র অনুষ্ঠান। যেখানে পট-৪ থেকে গ্রুপ ‘বি’তে ভাগ্য নির্ধারণ হয় ঋতুপর্ণাদের।

গত ১২ জুন ফিফা প্রকাশিত নারী ফুটবলের র‌্যাংকিং অনুযায়ী পটগুলো সাজিয়েছে এএফসি। বাংলদেশ ছিল চার নম্বর পটে। ড্র শুরু হয় চার নম্বর পট দিয়ে। ভারতের ফুটবলার সঙ্গীতা চার নম্বর পটের দলগুলোর নাম তোলেন। বাংলাদেশের নাম ইরানের পর তোলায় বি গ্রুপে পড়েছে। 

৭৩ ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে হারাল বাংলাদেশ

চার নম্বর পটের পর তৃতীয় পটের ড্র হয়। সেখানে ছিল ফিলিপাইন, চাইনিজ তাইপে ও উজবেকিস্তান। দ্বিতীয় পট থেকে দ্বিতীয় দল হিসেবে উজবেকিস্তান উঠায় বাংলাদেশের বি গ্রুপে পড়ে। দ্বিতীয় পটে ছিল চীন, ভিয়েতনাম ও দক্ষিণ কোরিয়া। প্রথমে দক্ষিণ কোরিয়ার নাম উঠায়। তারা এ গ্রুপে পড়ে। 

ভিয়েতনাম ও চীনের মধ্যে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের প্রত্যাশা ছিল ভিয়েতনাম উঠুক দ্বিতীয় দল। কিন্তু যিনি পট থেকে দল তুলছিলেন দ্বিতীয় পট থেকে দ্বিতীয় দল হিসেবে চীনের নাম তোলেন। ফলে বাংলাদেশ চীনের সঙ্গে পড়ে। চীন এশিয়ান কাপের বর্তমান চ্যাম্পিয়ন।

৫৯ ধাপ এগিয়ে থাকা দেশকে আটকে দিল বাংলাদেশ

এক নম্বর পটে ছিল অস্ট্রেলিয়া,জাপান ও উত্তর কোরিয়া। অস্ট্রেলিয়া স্বাগতিক হিসেবে এ গ্রুপের প্রথম দল ফলে জাপান ও উত্তর কোরিয়ার মধ্যে একটি দল বি এবং সি গ্রুপে পড়বে। বাংলাদেশের বি গ্রুপে পড়ে উত্তর কোরিয়া।

নারী এশিয়ান কাপ ২০২৬ গ্রুপ বিন্যাস

গ্রুপ ‘এ’ গ্রুপ ‘বি’ গ্রুপ ‘সি’
অস্ট্রেলিয়া উত্তর কোরিয়া জাপান
দক্ষিণ কোরিয়া চীন ভিয়েতনাম
ইরান বাংলাদেশ ভারত
ফিলিপাইন উজবেকিস্তান চাইনিজ তাইপে

এমআই