Advertisement
Us Bangla Airlines
ইংল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ, দল ঘোষণা

ইংল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ, দল ঘোষণা

খেলা ডেস্ক

৩০ আগস্ট ২০২৫, ১৭:০৭

জিম্বাবুয়ে এবং দক্ষিণ আফ্রিকায় টানা দুটি সিরিজ শেষে চলতি মাসেই দেশে ফিরেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দীর্ঘ সফর শেষ না হতেই গেল সপ্তাহে অনুশীলন শুরু করে যুব ক্রিকেটাররা। আগামী ৫ সেপ্টেম্বর ইংল্যান্ডে শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে অংশ নিতে যাচ্ছে তারা।

ইংল্যান্ডের মাটিতে এই সিরিজটি অনুষ্ঠিত হবে। আগামী ৫ সেপ্টেম্বর সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। পরবর্তী ম্যাচগুলো ৭, ১০, ১২ এবং ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এই সিরিজে অংশ নিতে গতকাল শুক্রবার দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সিরিজে বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন আজিজুল হাকিম তামিম। সহ-অধিনায়ক হিসেবে থাকছেন আগ্রাসী ওপেনার জাওয়াদ আবরার।

সবশেষ সিরিজের দল নিয়েই ইংল্যান্ডে পাড়ি জমাবে যুব টাইগাররা। দলে স্ট্যান্ড বাই হিসেবে থাকছে আহমেদ শাহরিয়ার, ফারজান আহমেদ আলিফ, শাহরিয়াল আজমীর, রাফি উজ্জামান রাফি ও মোহাম্মদ সবুজ। যুব বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ইংল্যান্ড সফরে যাচ্ছে জাওয়াদ-তামিমরা।

বাংলাদেশ দল: জাওয়াদ আবরার, আজিজুল হাকিম তামিম, সামিউন বসির রাতুল, দেবাশীষ সরকার দেবা, রিজান হোসেন, আল ফাহাদ, স্বাধীন ইসলাম, মোহাম্মদ আব্দুল্লাহ, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী অ্যালেন, সানজিদ মজুমদার, রিফাত বেগ, শাহরিয়ার আল আমিন, সাদ ইসলাম রাজিন, ফারহান শাহরিয়ার।

এমআই