Advertisement
Us Bangla Airlines
খেলতে আসবে না আফগানিস্তান, বিপাকে বাংলাদেশ

খেলতে আসবে না আফগানিস্তান, বিপাকে বাংলাদেশ

খেলা ডেস্ক

২৯ অক্টোবর ২০২৫, ১৬:৫৪

সব কিছু চূড়ান্ত হয়েও শেষ পর্যন্ত বাতিল হতে যাচ্ছে বাংলাদেশে আফগানিস্তানের সফর। আগামী ১৮ নভেম্বর ঢাকায় মিয়ানমারের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে কথা ছিল আফগানদের। সেই ম্যাচের আগে ১৩ নভেম্বর বাংলাদেশের বিপক্ষে একটি প্রীতি ম্যাচও নির্ধারিত ছিল। কিন্তু মিয়ানমারের অসম্মতির কারণে সব পরিকল্পনাই ভেস্তে যাচ্ছে।

জানা গেছে, মিয়ানমার বাংলাদেশে এসে আফগানিস্তানের বিপক্ষে খেলতে রাজি হয়নি। তাদের আপত্তির প্রেক্ষিতে আফগানিস্তান ও এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এখন নতুন ভেন্যুর খোঁজ করছে। মিয়ানমার কিছু কারণ দেখিয়ে বাংলাদেশের মাটিতে খেলতে অনিচ্ছা জানিয়েছে।

এএফসির ওয়েবসাইটে এখনো ১৮ নভেম্বর কিংস অ্যারেনায় আফগানিস্তান-মিয়ানমার ম্যাচের সময়সূচি রয়েছে। অথচ অনুমোদনের পরও হঠাৎ সিদ্ধান্ত বদল নিয়ে উঠছে নানা প্রশ্ন। দেশের ফুটবল অঙ্গনে আলোচনায় রয়েছে—এএফসির সিনিয়র সহ-সভাপতি পদে থাকা মিয়ানমারের এক কর্মকর্তার প্রভাবেই কি এই পরিবর্তন ঘটছে?

এদিকে, আফগানিস্তান না আসায় ১৩ নভেম্বরের বাংলাদেশ-আফগানিস্তান প্রীতি ম্যাচও বাতিল হয়ে গেছে। ফলে বাফুফে এখন ১৮ নভেম্বর বাংলাদেশ-ভারত এশিয়ান কাপ বাছাইয়ের আগে নতুন প্রতিপক্ষ খুঁজছে। জানা গেছে, ইতোমধ্যে নেপালের সঙ্গে প্রাথমিক আলোচনা শুরু করেছে তারা।

নেপাল ১৮ নভেম্বর মালয়েশিয়ার কুয়ালালামপুরে নিজেদের হোম ম্যাচ খেলবে, তাই সেই ম্যাচের আগে তাদের ঢাকায় আনার চেষ্টা চলছে। ১৮ নভেম্বর ঢাকায় আফগানিস্তান-মিয়ানমার ম্যাচ আয়োজনের বিষয়টি বাফুফে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছিল। তবে দুই দেশের ফুটবল ফেডারেশন বা সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে কোনো আপডেট মেলেনি। 
মিয়ানমারের অস্বীকৃতির কারণে ম্যাচটি ঢাকায় হচ্ছে না— এ নিয়েও এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি কেউ।

ফেডারেশনের শীর্ষ কর্মকর্তারা আপাতত মুখ খুলছেন না। তবে অনানুষ্ঠানিক সূত্রে জানা গেছে, মিয়ানমারের আপত্তির কারণে ম্যাচটি বাংলাদেশে আয়োজন সম্ভব হচ্ছে না। সেই সঙ্গে আফগানিস্তানের প্রীতি সফরও বাতিল হয়ে গেছে। এখন বাফুফের সব মনোযোগ বিকল্প দল নিশ্চিত করা এবং ১৮ নভেম্বরের ভারত ম্যাচের প্রস্তুতিতে।

এমআই