৪৩ রান খরচায় ৮ উইকেট শিকার করল বাংলাদেশ
খেলা ডেস্ক
২৯ অক্টোবর ২০২৫, ১৯:৫৪
ওয়েস্ট ইন্ডিজের ইনিংস থেমে গেল দেড় শ’র আগেই। ইনিংসের শেষ বলটি ব্যাটেই নিতে পারেননি আকিল হোসেন, তবু নন-স্ট্রাইকার প্রান্ত থেকে দৌড় দিয়েছিলেন রোস্টন চেজ। আকিল হোঁচট খেয়ে পপিং ক্রিজে পড়ে যান, আর চেজ ফিরে আসতে চেয়েও রানআউট হয়ে যান—সেই দৃশ্য দিয়েই শেষ হয় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।
টসের সময় ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ঘোষণা দিয়েছিলেন, তাঁদের লক্ষ্য ১৮০ রানের আশপাশে স্কোর গড়া। শুরুটাও ছিল সেই উচ্চাকাঙ্ক্ষার মতোই। প্রথম ১১ ওভারে মাত্র ১ উইকেটে তোলে ১০৫ রান। কিন্তু ১২তম ওভারে নাসুম আহমেদের এক ওভারেই দুই উইকেট হারিয়ে হঠাৎ ছন্দ হারায় দলটি।
এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। শেষ ৯ ওভারে মাত্র ৪৪ রান যোগ করতে পেরেছে দলটি, হারিয়েছে ৮ উইকেট। বাংলাদেশ ফিরেছে দুর্দান্ত বোলিংয়ে—নাসুমের স্পিনে জোড়া আঘাতের পর রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমান চাপ বজায় রাখেন পুরো ইনিংস জুড়ে। তাতে নির্ধারিত ২০ ওভার শেষে ১৪৯ রানে থামে সফরকারীরা।
এর আগে শুরুতে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ক্যারিবিয়ান অধিনায়ক শাই হোপ। মাত্র ১ রানের মাথায় প্রথম উইকেট হারালেও দারুণ জুটি গড়েন হোপ-অ্যাথানেজ। দুজন মিলে গড়েন ১০৫ রানের জুটি। দুজনেই পেয়েছেন ব্যক্তিগত ফিফটি। তাতে রান ২০০ ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা দেখা গিয়েছিল।
তবে ১২তম ওভারে নাসুম জোড়া উইকেট শিকার করলেই ম্যাচের মোড় ঘুরে যায়। মাত্র ১২ রান করতেই ৫ উইকেট হারায় শাই হোপের দল। ম্যাচের বাকিটা সময় ধারাবাহিকতা বজায় রেখেছে টাইগার বোলাররা। ফলে বড় সংগ্রহ গড়তে পিছিয়ে পড়েছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ।
এমআই