Advertisement
Us Bangla Airlines
ম্যাচের দিনে সুখবর পেলেন টাইগার ক্রিকেটাররা

ম্যাচের দিনে সুখবর পেলেন টাইগার ক্রিকেটাররা

খেলা ডেস্ক

২৯ অক্টোবর ২০২৫, ২০:৫৫

ম্যাচের দিনই সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা। আজ হালনাগাদ করা আইসিসির র‍্যাঙ্কিংয়ে একাধিক বিভাগে উন্নতি হয়েছে টাইগারদের। স্পিনার নাসুম আহমেদ, অলরাউন্ডার তানজিম হাসান সাকিব এবং ব্যাটার সৌম্য সরকারের লাফ চোখে পড়ার মতো। তবে বিপরীতে অবনতি ঘটেছে তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও লিটন দাসের।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১৪০ রান করে ২৪ ধাপ এগিয়েছেন সৌম্য সরকার, অবস্থান এখন ৬২ নম্বরে। ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ স্থানে রয়েছেন তাওহীদ হৃদয়—৩৫ নম্বরে অপরিবর্তিত। এক ধাপ এগিয়ে ৪২ নম্বরে আছেন নাজমুল হোসেন শান্ত। চোটের কারণে সিরিজে না খেলে ৫ ধাপ পিছিয়ে ৯৬ নম্বরে নেমে গেছেন লিটন দাস।

বোলারদের মধ্যে সবচেয়ে বড় অগ্রগতি নাসুম আহমেদের। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দুর্দান্ত বোলিংয়ের পুরস্কার হিসেবে তিনি ২৪ ধাপ এগিয়ে এখন ৪৭তম স্থানে। বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম ২৭ ধাপ এগিয়ে উঠেছেন ৬৮ নম্বরে, আর রিশাদ হোসেন ৪ ধাপ এগিয়ে ৬২ নম্বরে। এক ধাপ উন্নতি করে ১৭ নম্বরে আছেন মেহেদি হাসান মিরাজ। 

অন্যদিকে তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম সমান ২ ধাপ করে পিছিয়েছেন। তাঁদের অবস্থান যথাক্রমে ৪০, ৬০ ও ৬৩ নম্বরে। ৪ ধাপ পিছিয়ে ৭৭ নম্বরে নেমেছেন তানজিম হাসান সাকিব।

ওয়ানডে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়েও সুখবর আছে বাংলাদেশের জন্য। রিশাদ হোসেন ২ ধাপ এগিয়ে এখন ৩৫তম স্থানে। অন্যদিকে টি–টোয়েন্টি অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে ১৮ ধাপ উন্নতি করে ৬৮ নম্বরে উঠেছেন তানজিম সাকিব। তাঁর ঠিক উপরের স্থানটিতে আছেন নাসুম আহমেদ, যিনি এগিয়েছেন ৩৯ ধাপ।

টি–টোয়েন্টি ব্যাটারদের মধ্যে ২ ধাপ উন্নতি করে ৪৩ নম্বরে উঠেছেন তাওহীদ হৃদয়। তবে ৭ ধাপ পিছিয়ে ৯৭ নম্বরে নেমে গেছেন শামিম পাটোয়ারি, আর ২ ধাপ পিছিয়ে ২০ নম্বরে আছেন সাইফ হাসান।

এমআই