Advertisement
Us Bangla Airlines
রাজনীতি থেকে সরে এসেছেন মাশরাফি: ক্রীড়া উপদেষ্টা

রাজনীতি থেকে সরে এসেছেন মাশরাফি: ক্রীড়া উপদেষ্টা

খেলা ডেস্ক

১৫ অক্টোবর ২০২৫, ২০:০০

দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার রাজনৈতিক অবস্থান নিয়ে আলোচনা চলছে। এমন সময় অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছেন, মাশরাফি বর্তমানে আর রাজনীতিতে সক্রিয় নন।

এক সাক্ষাৎকারে আসিফ মাহমুদ বলেন, ‘আমার জানামতে, মাশরাফি তার রাজনৈতিক অবস্থান থেকে সরে এসেছেন। ফেসবুকে তিনি তা স্পষ্ট করেছেন বলেও আমার মনে পড়ে।’ যদিও সরাসরি ফেসবুকে এ ধরনের কোনো ঘোষণা দেননি মাশরাফি, তবে ২০২৪ সালের আগস্টে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি রাজনীতি থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। 

সেখানে তিনি বলেছিলেন, ‘যখন রাজনীতিতে ছিলাম, ক্রিকেট বোর্ডে থাকার চেষ্টা করিনি। এখন রাজনীতিতে নেই, এখন যদি বোর্ডে থাকার চেষ্টা করি বা থাকতে চাই, তাহলে কেমন হয়ে যায় না!’ তার সেই বক্তব্যে পরিষ্কার হয়েছে, রাজনীতিকে তিনি অতীত হিসেবেই দেখছেন। 

এছাড়া গত এক বছরে সামাজিক যোগাযোগমাধ্যমে মাশরাফির করা ১৪টি পোস্টে কোনো রাজনৈতিক বার্তা ছিল না। পক্ষান্তরে, সাকিব আল হাসান একাধিকবার আওয়ামী লীগের প্রতি সমর্থন জানিয়ে পোস্ট দিয়েছেন। সাকিব প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘শেয়ার মার্কেট কেলেঙ্কারি, দুদকের মামলা, তার বাবা হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার ভিডিওসহ আরও বিষয় সামনে এসেছে।’

তবে মাশরাফি যদি কোনো রাষ্ট্রীয় অপরাধে জড়িত থাকেন, তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। ‘যদি তিনি রাষ্ট্রীয় আইনে কিছু করে থাকেন, তাহলে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে,’—বলেন ক্রীড়া উপদেষ্টা।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই দলটির অধিকাংশ নেতা-কর্মী আত্মগোপনে আছেন বা দেশ ছেড়েছেন। সেই প্রেক্ষাপটে সাবেক হুইপ মাশরাফির রাজনৈতিক ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। তবে পুরোনো বক্তব্য মিলিয়ে ধারণা করা হচ্ছে, রাজনীতি থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।

এমআই