
ঘরের মাটিতে বিশ্ব চ্যাম্পিয়নদের উড়িয়ে দিল পাকিস্তান
খেলা ডেস্ক
১৫ অক্টোবর ২০২৫, ১৮:৪৮
লাহোরের স্পিন সহায়ক উইকেট কাজে লাগিয়ে দক্ষিণ আফ্রিকাকে ৯৩ রানে হারিয়েছে পাকিস্তান। ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের যাত্রা জয় দিয়ে শুরু করল শান মাসুদের দল। পাকিস্তানের দুর্দান্ত জয়ের নায়ক বাঁহাতি স্পিনার নোমান আলী ও পেসার শাহীন শাহ আফ্রিদি। দুজনেই টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের ব্যাটিং শিবিরে কাঁপন ধরিয়েছেন।
ম্যাচের প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও ৪ উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার নোমান আলী। আফ্রিদি পেয়েছেন দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট। দুই ইনিংস মিলিয়ে নোমানের শিকার ১০ উইকেট। এ নিয়ে টেস্ট ক্যারিয়ারে তৃতীয়বার এক ম্যাচে ১০ উইকেটের কীর্তি গড়লেন তিনি।
আগের দিন ২ উইকেটে ৫১ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। দিনের প্রথম ওভারেই ধাক্কা খায় সফরকারীরা। শাহীন আফ্রিদির দুর্দান্ত এক ডেলিভারিতে টনি ডি জর্জি এলবিডব্লিউ হন মাত্র ১৬ রানে। যদিও তিনি রিভিউ নিয়েছিলেন, কিন্তু সিদ্ধান্ত বদলায়নি।
এরপর দ্রুতই প্যাভিলিয়নের পথ ধরেন ট্রিস্টিয়ান স্টাবস। নোমানের ঝুলিয়ে দেওয়া বল রিভার্স সুইপ করতে গিয়ে স্লিপে ক্যাচ দেন তিনি, ফিরেন মাত্র ২ রানে। এরপর কিছুটা প্রতিরোধ গড়েন রায়ান রিকেলটন ও ডেওয়াল্ড ব্রেভিস। এই জুটির ব্যাটে একসময় ম্যাচে ফেরার ইঙ্গিত দিচ্ছিল দক্ষিণ আফ্রিকা।
রিকেলটন খেলেন ১৪৫ বলে ৪৫ রানের ইনিংস, আর ব্রেভিস ৫১ বলে করেন ৫৪ রান। তবে হাফ সেঞ্চুরির পর নোমানের ঘূর্ণিতে বোল্ড হন ব্রেভিস। মূল দুই ব্যাটারকে হারানোর পর আর দাঁড়াতে পারেনি দক্ষিণ আফ্রিকার নিচের সারির ব্যাটিং। শেষ পর্যন্ত পুরো দল ১৮৩ রানে অলআউট হয়ে যায়।
বোলিংয়ে নোমান ও আফ্রিদি দ্বিতীয় ইনিংসে সমান ৪টি করে উইকেট নেন। সাজিদ খান নেন বাকি দুইটি উইকেট। নোমানের দুর্দান্ত বোলিংয়ে চ্যাম্পিয়নশিপের আত্মবিশ্বাসী সূচনা পেল পাকিস্তান। টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রে বাংলাদেশের বিপক্ষেও ম্যাচ খেলবে শান মাসুদরা।
এমআই