Advertisement
Us Bangla Airlines
র‍্যাঙ্কিংয়ে বোলারদের উন্নতি, বিপর্যস্ত ব্যাটাররা

র‍্যাঙ্কিংয়ে বোলারদের উন্নতি, বিপর্যস্ত ব্যাটাররা

খেলা ডেস্ক

১৫ অক্টোবর ২০২৫, ১৭:২২

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ হয়েছে। তিন ম্যাচের এই সিরিজে খুব একটা খারাপ করেননি বোলাররা। প্রথম দুই ম্যাচে দুর্দান্ত বোলিংয়ের পর শেষ ম্যাচেও ভালো কামব্যাক করেছেন। তবে ব্যাটিং ব্যর্থতায় তিন ম্যাচেই দলকে ডুবিয়েছে মেহেদী মিরাজের দল।

দলের ব্যর্থতার দিনেও আইসিসির হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে খানিক স্বস্তির খবর এনে দিয়েছেন বাংলাদেশের বোলাররা। বিশেষ করে তরুণ দুই বোলার—তানজিম হাসান সাকিব ও তানভির ইসলাম দেখিয়েছেন দারুণ অগ্রগতি। আফগান ব্যাটারদের বড় পরীক্ষা নিয়ে দুজনেই র‍্যাঙ্কিংয়ে উন্নতির দেখা পেয়েছেন।

সিরিজের প্রথম দুই ম্যাচে ৫ উইকেট নেওয়া তানজিম র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন ২৪ ধাপ, বর্তমানে তার অবস্থান ৬৭তম। বাঁহাতি স্পিনার তানভির ৪ উইকেট নিয়ে এগিয়েছেন ২৭ ধাপ, উঠে এসেছেন ৯৭ নম্বরে। এছাড়া সিরিজে ৫ উইকেট নেওয়া অধিনায়ক মেহেদী হাসান মিরাজ চার ধাপ উন্নতি করে রয়েছেন ২৪ নম্বরে, যা বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ অবস্থান।

তবে ব্যাটিং বিভাগে ছবিটা পুরোই উল্টো। ধারাবাহিক ব্যর্থতার চিত্রটা দেখা যাচ্ছে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়েও। তিন ম্যাচে যথাক্রমে ৫৬, ২৪ ও ৭ রান করা তাওহীদ হৃদয় এগিয়েছেন ৭ ধাপ, বর্তমানে তার অবস্থান ৪২তম। এটাই টাইগার ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষ স্থান। প্রথম ওয়ানডেতে ৬০ রান করা মেহেদী হাসান মিরাজ পাঁচ ধাপ এগিয়ে ওঠেছেন ৬৫তম স্থানে।

অন্যদিকে, এক ম্যাচেও দুই অঙ্ক স্পর্শ করতে না পারা নাজমুল হোসেন শান্ত পিছিয়েছেন ১২ ধাপ, অবস্থান ৪৩তম। দুই ম্যাচে মাত্র ২৮ রান করা জাকের আলি পিছিয়েছেন ১৭ ধাপ, নেমে এসেছেন ৭৫ নম্বরে। আর দুই ম্যাচে দশ রান করে তানজিদ হাসান তামিম পিছিয়েছেন ৯ ধাপ, তার বর্তমান অবস্থান ৯৩তম।

ব্যাটিং ব্যর্থতার এমন হালচাল সামনে রেখে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামী পরশু মাঠে নামছে টাইগাররা। ঘরের মাঠের পরবর্তী সিরিজে ঘুরে দাঁড়ানোর চাপ থাকবে বাংলাদেশের টপ ও মিডল অর্ডারের ওপর। দেখার পালা, স্বল্প সময়ে নিজেদের মাঝে কতটা পরিবর্তন আনতে পারে মিরাজের দল।

এমআই