ভারত ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেলেন ফাহামিদুল
খেলা ডেস্ক
১৫ অক্টোবর ২০২৫, ১৪:১২
ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ হোম ম্যাচের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এশিয়ান কাপ বাছাই পর্বে টানা দুটো হলুদ কার্ডের কারণে আগামী ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে মাঠে নামতে পারবেন না মিডফিল্ডার ফাহামিদুল ইসলাম। গোল সংকটের সময়ে তরুণ স্ট্রাইকারকে হারানো বাংলাদেশের জন্য দুঃসংবাদই বটে।
এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নিয়ম অনুযায়ী, বাছাই পর্বে দুটি হলুদ কার্ড পেলেই পরের ম্যাচে এক ম্যাচ নিষেধাজ্ঞা লাগে। ১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে অভিষেক ম্যাচেই একটি হলুদ কার্ড দেখেছিলেন ইতালীয় প্রবাসী এই মিডফিল্ডার। এরপর গতকাল হংকংয়ের মাঠে অ্যাওয়ে ম্যাচে আবার কার্ড দেখায় নিষেধাজ্ঞায় পড়তে হলো তাঁকে।
চার ম্যাচে এখন পর্যন্ত বাংলাদেশ দল দেখেছে মোট ৯টি হলুদ কার্ড, ম্যাচপ্রতি গড় দুইয়েরও বেশি। শুধুমাত্র সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচেই এসেছে সর্বোচ্চ চারটি হলুদ কার্ড—যেখানে ফাহামিদুল ছাড়াও কার্ড দেখেছিলেন ডিফেন্ডার শাকিল আহাদ তপু, তপু বর্মণ এবং ফরোয়ার্ড ফাহিম।
এর আগে ২৫ মার্চ ভারতের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে কার্ড দেখেছিলেন হৃদয় ও মজবুর রহমান জনি। এরপর ৯ অক্টোবর ঢাকায় হংকংয়ের বিপক্ষে হোম ম্যাচে রাকিব হোসেন এবং গতকালের অ্যাওয়ে ম্যাচে কার্ড দেখেন তারিক ও ফাহামিদুল। বর্তমানে যাঁদের একটিমাত্র হলুদ কার্ড আছে, তাঁরা ভারতের বিপক্ষে কার্ড দেখলে সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে পারবেন না।
১৮ নভেম্বরের ভারত ম্যাচ সামনে রেখে অক্টোবরের শেষ সপ্তাহ থেকেই জাতীয় দলের ক্যাম্প শুরু করার কথা। ফাহামিদুল ম্যাচে খেলতে না পারায় তাঁকে প্রাথমিক স্কোয়াডেই না রাখার সম্ভাবনা রয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।
তিন বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশ দলের দায়িত্বে আছেন ক্যাবরেরা। কিন্তু এই সময়ের মধ্যে উল্লেখযোগ্য সাফল্য নেই। এশিয়ান কাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় তাঁর ভবিষ্যৎ নিয়েও আলোচনা চলছে। ভারতের বিপক্ষে ম্যাচ সামনে রেখে ফেডারেশন কোচ পরিবর্তনের সিদ্ধান্ত নেয় কি না, সেটাই এখন দেখার বিষয়।
এমআই