Advertisement
Us Bangla Airlines
বিশ্বকাপে সরাসরি খেলতে কী করতে হবে, জানাল বিসিবি

বিশ্বকাপে সরাসরি খেলতে কী করতে হবে, জানাল বিসিবি

খেলা ডেস্ক

১৩ অক্টোবর ২০২৫, ১৮:১২

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার শঙ্কায় রয়েছে বাংলাদেশ। আইসিসি র‍্যাঙ্কিংয়ে আগামী ৩১ মার্চ ২০২৭ সালের মধ্যে টাইগারদের শীর্ষ আটে থাকতে হবে। আয়োজক দেশ হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে অবশ্য র‍্যাঙ্কিংয়ের বাইরে সরাসরি খেলবে। বাকি আটটি দলের জায়গা হবে র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে।

বাংলাদেশ বর্তমানে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের দশ নম্বরে অবস্থান করছে। আফগানিস্তানের বিপক্ষে চলমান সিরিজ বাংলাদেশের সামনে ছিল র‍্যাঙ্কিং উন্নত করার বড় সুযোগ। কিন্তু প্রথম দুই ওয়ানডেতে হেরে সেই সুযোগ হাতছাড়া করেছে টাইগাররা। দারুণ সুযোগ হাতছাড়া করে বিপাকে পড়েছে মেহেদী মিরাজের দল।

এদিকে বাংলাদেশের দুরবস্থার দিনে দেশ-বিদেশের নানা সংবাদমাধ্যমে বাছাইপর্ব নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে। বাংলাদেশ বিশ্বকাপে সরাসরি খেলতে হলে কী করতে হবে, তা নিয়ে চলছে নানান সমীকরণের গল্প। বিষয়টি এমন যেন, আফগান সিরিজের পরেই বিশ্বকাপ বাছাইয়ে খেলতে নামবে টাইগাররা।

এই ভুল ধারণা দূর করতে বিবৃতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে বাংলাদেশের সামনে রয়েছে আরও ২৪টি ওয়ানডে ম্যাচ, যা ১৪ অক্টোবর ২০২৫ থেকে নভেম্বর ২০২৬ পর্যন্ত খেলবে দলটি। এই ম্যাচগুলোই নির্ধারণ করবে সরাসরি বিশ্বকাপে জায়গা হবে কিনা।

বিসিবির বিবৃতিতে বলা হয়েছে, ‘কিছু প্রতিবেদন দলের ম্যাচসংখ্যা ও র‍্যাংকিংয়ের প্রেক্ষাপটে ভুল ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করেছে। বাস্তবে, বর্তমান আইসিসি ফিউচার ট্যুরস প্রোগ্রাম অনুযায়ী, বাংলাদেশ দেশ ও বিদেশ মিলিয়ে ২৪টি ওয়ানডে ম্যাচ খেলবে, যা বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

বাংলাদেশ দলের বাকি ম্যাচের তথ্যও প্রকাশ করেছে বিসিবি। আফগানিস্তানের বিপক্ষে বাকি থাকা এক ওয়ানডের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি, পাকিস্তানের বিপক্ষে তিনটি, নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি, অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি, জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচটি, আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি ও ভারতের বিপক্ষে তিনটি ম্যাচ ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ।

এমআই