হংকংয়ের নিম্নমানের আতিথেয়তায় বিপাকে হামজারা
খেলা ডেস্ক
১২ অক্টোবর ২০২৫, ২২:০৯
এশিয়ান কাপ বাছাইয়ের ফিরতি ম্যাচ খেলতে এখন হংকংয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তবে ম্যাচের প্রস্তুতি নিতে গিয়েই হোঁচট খাচ্ছে জামাল ভূঁইয়ারা। হোটেল থেকে এক ঘণ্টার দূরত্বের অনুপযুক্ত অনুশীলন মাঠ, অনুকূল পরিবেশের অভাব—সব মিলিয়ে আতিথেয়তায় চরম ঘাটতি রেখেছে হংকং।
সিনিয়র মিডফিল্ডার সোহেল রানা জানান, ‘গতকাল যে মাঠ দিয়েছিল সেটা হোটেল থেকে এক ঘণ্টার বেশি দূরত্বে ছিল, মাঠটাও খুব বাজে ছিল। আজকেও একই রকম।’ আগামীকাল (১৩ অক্টোবর) অবশ্য ম্যাচ ভেন্যুতে অনুশীলনের সুযোগ পাবে তারা। তবে সেই সুযোগ আসার আগেই প্রস্তুতির বড় অংশ চলে গেছে হংকংয়ের নিম্নমানের ব্যবস্থাপনায়।
আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, ম্যাচের অন্তত ৪৮ ঘণ্টা আগে সফরকারী দলের জন্য উপযুক্ত মাঠ ও অন্যান্য ব্যবস্থা নিশ্চিত করার কথা আয়োজক দেশের। কিন্তু ১০ অক্টোবর রাতে হংকং পৌঁছানো বাংলাদেশ দল ১১ ও ১২ তারিখে ব্যাক-টু-ব্যাক ভোগান্তিতে পড়েছে।
প্রসঙ্গত, এ রকম বিড়ম্বনা নতুন নয়। মার্চে ভারতের শিলংয়ে প্রথম লেগ খেলতে গিয়েও মাঠ ও হোটেলের মান নিয়ে ছিল বিস্তর অভিযোগ। তখনকার অভিজ্ঞতা থেকেও শিক্ষা নেননি হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। এবারও আগেভাগে দল নিয়ে গিয়ে একই ধরনের পরিস্থিতির মুখে পড়েছেন তিনি।
তবে তিনি নিজে আশাবাদী, ‘এখানে এসে আমরা রিকভারিতে বেশি সময় দিয়েছি এবং আবহাওয়া ও পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি।’ অন্যদিকে, জামাল ভূঁইয়াকে নিয়মিত একাদশে না রাখায় উঠছে সমালোচনার ঢেউ।
অধিনায়কত্ব পরিবর্তনের প্রসঙ্গ উঠতেই ক্যাবরেরা বলেন, ‘আমরা ভাগ্যবান, দলে জামাল, হামজা, তপু, সোহেলের মতো নেতারা আছে। সবাই নিজেদের দায়িত্ব পালন করছে।’
এমআই