Advertisement
Us Bangla Airlines
বিশ্বকাপে ফাইনালের আগেই মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা

বিশ্বকাপে ফাইনালের আগেই মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা

খেলা ডেস্ক

০৬ ডিসেম্বর ২০২৫, ১৮:৪০

ফিফা বিশ্বকাপের ড্র হয়ে যেতেই বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে দুটি নাম ব্রাজিল ও আর্জেন্টিনা। ফুটবলে চিরপ্রতিদ্বন্দ্বী দুই পরাশক্তিকে একই আসরে মুখোমুখি দেখার উত্তেজনা সবসময়ই আকাশচুম্বী। তাই প্রশ্ন একটাই, আগামী বিশ্বকাপে কবে দেখা হতে পারে নেইমারের ব্রাজিল বনাম মেসির আর্জেন্টিনা?

আসন্ন বিশ্বকাপে আর্জেন্টিনা পড়েছে জে গ্রুপে, যেখানে প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। অন্যদিকে ব্রাজিল রয়েছে সি গ্রুপে, সঙ্গে রয়েছে মরক্কো, স্কটল্যান্ড ও হাইতি। দুই দলই তুলনামূলক সহজ গ্রুপ পেয়েছে বলেই ধরে নেওয়া যায় তারা নকআউটে পৌঁছাবে স্বস্তিতেই।

দুই দল যদি নিজ নিজ গ্রুপে শীর্ষে থেকে শেষ করে, তাহলে সেমিফাইনালেই দেখা হবে ব্রাজিল-আর্জেন্টিনার। একইভাবে দুই দল গ্রুপে যদি দু’নম্বরে থাকে, তাহলেও শেষ চারে এই হাইভোল্টেজ দ্বৈরথ দেখা যাবে। আর যদি একজন গ্রুপ চ্যাম্পিয়ন হয়, আরেকজন রানার্সআপ—তাহলে দেখা হবে শুদ্ধ রোমাঞ্চের ফাইনালে।

তবে উভয় দল যদি সেরা তৃতীয় হয়ে নকআউটে ওঠে, তখন কখন মুখোমুখি হবে তা অনুমান করা কঠিন। ইতিহাস বলছে, এখন পর্যন্ত বিশ্বকাপে চারবার দেখা হয়েছে দুই দলের। প্রথমবার ১৯৭৪ সালে, শেষবার ১৯৯০ সালে। শেষ ম্যাচে ম্যারাডোনার যাদুকরী পাসে কানিজিয়া ব্রাজিলকে বিদায় করেছিলেন শেষ ষোলো থেকে।

সবমিলিয়ে বিশ্বকাপে উভয় দলের মুখোমুখিতে ব্রাজিলের দুই জয়, আর্জেন্টিনার এক, একটি ড্র।

এমআই