Advertisement
Us Bangla Airlines
হামজাদের তিন ম্যাচ থেকে বাফুফের অবিশ্বাস্য আয়!

হামজাদের তিন ম্যাচ থেকে বাফুফের অবিশ্বাস্য আয়!

খেলা ডেস্ক

০৩ ডিসেম্বর ২০২৫, ২০:৩০

এশিয়ান কাপ বাছাইয়ে তিনটি হোম ম্যাচ খেলেছেন জামাল-হামজারা। প্রতিটি ম্যাচেই গ্যালারি ছিল দর্শকে ভরা, স্পন্সরেও ছিল ভালো সাড়া। তাই ফুটবলপ্রেমীদের কৌতূহল ছিল, এই তিন ম্যাচ থেকে বাফুফে কত আয় করেছে? অবশেষে নির্বাহী কমিটির সভা শেষে আয় জানালেও ব্যয়ের হিসাব এখনো দিতে পারেনি ফেডারেশন।

সভা শেষে বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু জানান, সিঙ্গাপুর ম্যাচে আয় হয়েছে ১ কোটি ১৫ লাখ টাকা। হংকং ম্যাচে এসেছে ১ কোটি ২ লাখ ৭ হাজার ৮৭৪ টাকা। আর ভারত ম্যাচে আয় দাঁড়িয়েছে ১ কোটি ৮৮ লাখ টাকা। তিনি বলেন, আরও কিছু খরচ আছে, সেগুলো এখনো গণনা হচ্ছে এবং পরে জানানো হবে।

ব্যয়ের হিসাব প্রকাশে এত দেরি কেন—এ প্রশ্নে বাবু বলেন, ব্যয়ের কাজ এখনও চলছে। সাংবাদিকদের অনুরোধে আপাতত শুধু আয় জানানো হয়েছে। তবে আয় নিয়েও তিনি প্রথমে কিছুটা বিভ্রান্তি তৈরি করলেও পরে নিশ্চিত করেন, এ আয় সব খাত মিলিয়েই হিসাব করা।

মোরসালিনের গোল আর হামজার সেভে এগিয়ে বাংলাদেশ

বাফুফে সম্প্রতি প্রধান অর্থ কর্মকর্তা বদল করেছে। নতুন কর্মকর্তাকে হিসাবপদ্ধতি সহজ করার পরামর্শ দেওয়া হয়েছে। জানা গেছে, ১৮ নভেম্বর ভারত ম্যাচের ব্যয়ের কাগজপত্র তিনি এই সপ্তাহেই পেয়েছেন। তাই তা সভায় উপস্থাপন করা সম্ভব হয়নি। এছাড়া সিঙ্গাপুর ও ভারতের আগে হওয়া নেপাল ও ভুটান ম্যাচের আয় নিয়ে কোনো তথ্য জানায়নি ফেডারেশন।

সভায় স্টেডিয়াম ব্যবহারের বিষয়েও সিদ্ধান্ত হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ বাফুফেকে আটটি স্টেডিয়াম দিয়েছে। এর মধ্যে সিলেট স্টেডিয়ামকে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য অগ্রাধিকার করছে ফেডারেশন। সিলেটের পর গাজীপুর স্টেডিয়ামকে রাখা হয়েছে দ্বিতীয় পছন্দে। পাওয়া সব স্টেডিয়ামই ব্যবহার করার সিদ্ধান্ত হয়েছে।

এমআই