আইপিএল থেকে অবসর নিয়েই রাসেলের বিশ্বরেকর্ড
খেলা ডেস্ক
০৬ ডিসেম্বর ২০২৫, ১৭:২২
আইপিএল থেকে অবসর নিয়েছেন মাত্র ছয় দিন হয়েছে। এর মাঝেই কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচ হিসেবে নাম লিখিয়েছেন আন্দ্রে রাসেল। কিন্তু ব্যাট-বল হাতে এখনও আগের মতোই বিস্ফোরক তিনি। আর সেই আগুন ঝরা ক্রিকেটেই গড়ে ফেললেন অভূতপূর্ব বিশ্বের প্রথম রেকর্ড।
টি-টোয়েন্টিতে প্রথম ক্রিকেটার হিসেবে ৫০০০ রান, ৫০০ উইকেট ও ৫০০ ছক্কার মালিক বনে গেলেন এই ক্যারিবিয়ান অলরাউন্ডার। বিশ ওভারের ক্রিকেটে এখন পর্যন্ত ১২৬ জন ব্যাটার ৫০০০ এর বেশি রান করেছেন। ৫০০ বা তার বেশি উইকেট রয়েছে মাত্র ছয় জন বোলারের। ৫০০ ছক্কা মেরেছেন ১০ জন। কিন্তু তিনটি তালিকাতেই রয়েছেন রাসেল।
শুক্রবার আইএল টি-টোয়েন্টিতে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে খেলতে নেমে ৫০০তম উইকেট তুলে নেন রাসেল। এর সঙ্গে ইতোমধ্যেই তার টি-টোয়েন্টি রান ৯৪৯৬ এবং ছক্কা ৭৭২টি। ৫৭৬তম ম্যাচে এসে ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ছুঁয়ে ফেললেন এই ত্রিমাইলফলক।
আইপিএল থেকে অবসর নিলেও বিভিন্ন দেশের টি-টোয়েন্টি লিগে এখনও নিয়মিত খেলছেন ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডার। গত জুলাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকেও বিদায় নিয়েছিলেন তিনি। তবুও ২০ ওভারের ক্রিকেটে তার প্রভাব এতটুকু কমেনি।
ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে ম্যাচে ছয়ে নেমে রাসেল খেলেন ২৩ বলে ৩৬ রানের ঝড়ো ইনিংস। যদিও তার দল ৮ উইকেটে হেরে যায়। আবুধাবি নাইট রাইডার্স করেছিল ৬ উইকেটে ১৭১ রান, জবাবে ভাইপার্স জয়ের লক্ষ্য ছুঁয়ে ফেলে ১৯.৩ ওভারে। ভাইপার্সের শিমরন হেটমায়ার খেলেন ২৫ বলে ৪৮ রানের ইনিংস।
এমআই