Advertisement
Us Bangla Airlines
বিপিএলে রংপুরের জার্সিতে খেলবেন যে ৮ ক্রিকেটার

বিপিএলে রংপুরের জার্সিতে খেলবেন যে ৮ ক্রিকেটার

খেলা ডেস্ক

০৬ ডিসেম্বর ২০২৫, ১৮:৩১

আসন্ন বিপিএলকে সামনে রেখে শক্তিশালী স্কোয়াড গড়তে মরিয়া রংপুর রাইডার্স। এবার তাদের জার্সিতে দেখা যাবে মোট ৮ জন তারকা ক্রিকেটারকে, যার নেতৃত্বে থাকছেন ইংল্যান্ডের অভিজ্ঞ ওপেনার ডেভিড মালান। গত মৌসুমে ফরচুন বরিশালের হয়ে দারুণ ছন্দে ছিলেন মালান। 

বিপিএলে মালানের নামটা চমকে যাওয়ার মতো নয়। ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে ইতোমধ্যে একাধিক ম্যাচ খেলেছেন তিনি। গেল আসরেও ৯ ম্যাচে করেন ৩ ফিফটিতে ৩১৬ রান। এবার বরিশাল দল না থাকায় রংপুর নতুন ঠিকানা হয়েছে তার। পুরো মৌসুমেই দলকে সার্ভিস দিতে পারবেন এই ইংলিশ ব্যাটার।

রংপুর সরাসরি চুক্তি করেছে আরও তিন বিদেশির সঙ্গে—কাইল মায়ার্স, ইফতিখার আহমেদ ও ফাহিম আশরাফ। তবে পাকিস্তানের শ্রীলঙ্কা সিরিজ থাকায় ফাহিম শুরুতে পুরো সময় নাও খেলতে পারেন। সিলেট পর্বে যোগ দিলেও মাঝপথে ফিরতে হতে পারে তাকে, তবে ১২ জানুয়ারির পর আবারও দলে যুক্ত হবেন।

নিলাম থেকে রংপুর দলে নিয়েছে এমিলিও গে এবং মোহাম্মদ আখলাককে। বিদেশি কোটা পূরণে তারা বেশ এগিয়ে আছে অন্য দলগুলোর তুলনায়। সব মিলিয়ে রংপুর রাইডার্সের হয়ে এবারের বিপিএলে খেলার জন্য সাইনিং করেছেন ৮ বিদেশি ক্রিকেটার। সময় বাড়তে এই সংখ্যাটাও বাড়তে পারে।

দেশি ক্রিকেটারদের মধ্যে রংপুর ইতোমধ্যে চুক্তিবদ্ধ করেছে নুরুল হাসান সোহান ও মুস্তাফিজুর রহমানকে। অভিজ্ঞ এই দুই ক্রিকেটারের উপস্থিতি রাইডার্সদের স্কোয়াডকে আরও ভারসাম্যপূর্ণ করেছে। নিলাম থেকে লিটন, হৃদয়, নাহিদ রানার মতো তারকা ভিড়িয়ে স্কোয়াডে আরও ভারসাম্য এনেছে দলটি।

এমআই