Advertisement
Us Bangla Airlines
বিপিএলের আগে নতুন ম্যাচে নামছে তামিম-ইমনরা

বিপিএলের আগে নতুন ম্যাচে নামছে তামিম-ইমনরা

খেলা ডেস্ক

০৬ ডিসেম্বর ২০২৫, ১৬:৩৩

বিপিএলের আগে ম্যাচ অনুশীলনে জমজমাট হতে যাচ্ছে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম। মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর বিকেলে মাঠে নামছে জাতীয় দলের তারকা ক্রিকেটার। আগে প্রবীণ ক্রিকেটাররা এই ম্যাচে অংশ নিলেও এবার ‘অদম্য’ ও ‘অপরাজেয়’ নামে দুটি দলে খেলবে জাতীয় দলের ক্রিকেটাররা।

ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) আয়োজনেই এ প্রীতি ম্যাচে খেলতে নামছেন তামিম, ইমন, সোহানদের মতো তারকারা। দুই দলে নেতৃত্ব দেবেন বর্তমান জাতীয় দলের দুই শীর্ষ ব্যাটার। অদম্য দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, আর অপরাজেয় দলকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। 

ব্যাট-বল হাতে নিজেদের প্রস্তুতি আরও শানিয়ে নিতে এই ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা দেখানোর জন্য মুখিয়ে আছেন খেলোয়াড়রা। বিজয় দিবসের এই প্রীতি লড়াই শুধু উৎসবমুখর পরিবেশই তৈরি করবে না, একই সঙ্গে বিপিএলের আগে ক্রিকেটারদের ম্যাচ ফিটনেস ঝালিয়ে নিতেও বড় ভূমিকা রাখবে।

অদম্য স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, আফিফ হোসেন ধ্রুব, আকবর আলী, মোহাম্মদ সাইফউদ্দিন, হাসান মাহমুদ, তানভির ইসলাম, শরিফুল ইসলাম।

অপরাজেয় স্কোয়াড: পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা, আব্দুল গাফফার সাকলাইন।

এমআই