Advertisement
Us Bangla Airlines
টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে টাইগারদের নজরকাড়া পারফরম্যান্স

টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে টাইগারদের নজরকাড়া পারফরম্যান্স

খেলা ডেস্ক

০৩ ডিসেম্বর ২০২৫, ১৬:০৫

আয়ারল্যান্ড সিরিজের ঝড়ো পারফরম্যান্সে জমজমাট বদল এসেছে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যেও দেখা গেছে উল্লেখযোগ্য উত্থান। সবচেয়ে আলো কেড়ে নিয়েছেন মোস্তাফিজ ও পারভেজ হোসেন ইমন। শেষ ম্যাচে দুর্দান্ত বোলিং করেই যেন নিজের পুরনো পরিচয় ফিরিয়ে নিলেন মোস্তাফিজুর রহমান।

প্রথম দুই টি-টোয়েন্টিতে উইকেট না পেলেও সিরিজ নির্ধারণী ম্যাচে মাত্র ১১ রানে নিয়েছেন ৩ উইকেট। এ পারফরম্যান্সই তাকে বোলারদের র‍্যাঙ্কিংয়ে তুলে এনেছে অষ্টম স্থানে। সপ্তাহের আপডেটে দুই ধাপ এগিয়ে এখন তিনি বাংলাদেশের সেরা অবস্থানে থাকা টি-টোয়েন্টি বোলার। ক্যারিয়ার সেরা পঞ্চম স্থান থেকে মাত্র তিন ধাপ দূরে তিনি।

তালিকায় উন্নতি করেছেন আরও কয়েকজন বাংলাদেশি বোলার। শেখ মেহেদি হাসান তিন ধাপ এগিয়ে এসেছেন ১৪ নম্বরে। রিশাদ হোসেন দুই ম্যাচে চার উইকেট নিয়ে পাঁচ ধাপ লাফিয়ে উঠে গেছেন ১৫তম স্থানে। নাসুম আহমেদ উইকেটশূন্য হয়েও পাঁচ ধাপ উপরে উঠে এখন ২৫তম। আর তানজিম হাসান এগিয়েছেন দুই ধাপ, অবস্থান ৩৫ নম্বর।

ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের সবচেয়ে বড় সুখবর পেয়েছেন ওপেনার পারভেজ হোসেন ইমন। প্রথম ম্যাচে ব্যর্থ হলেও পরের দুই ম্যাচে ৪৩ ও অপরাজিত ৩৩ রান করে ক্যারিয়ারসেরা ৩৮তম স্থানে পৌঁছেছেন তিনি। র‌্যাঙ্কিংয়ে ইমনের অগ্রগতি হয়েছে ২১ ধাপ।

বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষে আছেন তানজিদ হাসান। শেষ ম্যাচে অপরাজিত ফিফটি করলেও এক ধাপ নিচে নেমে এখন তিনি ১৯তম স্থানে। প্রথম ম্যাচে ৮৩ রানের বিধ্বংসী ইনিংস খেলে পাঁচ ধাপ এগিয়ে গ্লেন ম্যাক্সওয়েলের সঙ্গে যৌথভাবে ৪২ নম্বরে আছেন তাওহিদ হৃদয়।

এমআই