Advertisement
Us Bangla Airlines
কোচের একগুঁয়েমিতে আরেকটি হারের শিকার বাংলাদেশ

কোচের একগুঁয়েমিতে আরেকটি হারের শিকার বাংলাদেশ

খেলা ডেস্ক

০২ ডিসেম্বর ২০২৫, ২০:৫৯

নারী ফুটবল দলের কোচ পিটার বাটলারের মাথায় আচমকা ভূত চেপেছে। হুট করে আফিদাদের খেলার ধরণে পরিবর্তন এনেছেন এই ইংলিশ কোচ। গুরুর দীক্ষায় ঋতু-মনিকারা হাইলাইন ডিফেন্স ফরম্যাটে খেলে থাকেন। তাতে বাংলাদেশের জয়ের পরিবর্তে হারের পাল্লাটাই আরও বাড়তে থাকলো। ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে মালেশিয়ার কাছে হারের পর এবার আজারবাইজানের বিপক্ষে পরাজয় গুণল লাল-সবুজের প্রতিনিধিরা।

ত্রিদেশীয় সিরিজে ইউরোপীয় প্রতিপক্ষ আজারবাইজানের বিপক্ষে আজ মাঠে নামে বাংলাদেশ। র‌্যাংকিংয়ে ৩০ ধাপ এগিয়ে থাকা দলটি ২-১ গোলের জয়ে পকেটস্থ করে টানা দ্বিতীয় ম্যাচের তিন পয়েন্ট বাগিয়ে নিয়েছে। পাশাপাশি প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ০-১ গোলে হেরেছিল স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে বেশ লড়াই করেও জয়ের পথ খুঁজে পায়নি বাংলাদেশ। ম্যাচজুড়ে বল দখলে এগিয়ে থাকলেও ডিফেন্সের দুর্বলতা আর মনোযোগের ঘাটতি শেষ পর্যন্ত বড় হয়ে দাঁড়ায়। ৮৪ মিনিটে বক্সে ঢোকা ক্রসে মানিয়া ইশরার ঠান্ডা মাথার প্লেসিংয়ে এগিয়ে যায় আজারবাইজান।

কোচের একগুঁয়েমিতে আরেকটি হারের শিকার বাংলাদেশ

গোলের সময় ডিফেন্ডাররা সঠিকভাবে মার্কিংয়ে ছিলেন না। শামসুন্নাহার ইশরাকে নজরদারিতে রাখেননি, আর বাকিরাও ক্রস ক্লিয়ার করতে ব্যর্থ হন। এর আগে ২০ মিনিটে প্রথম লিড নেয় আজারবাইজান। বানিয়া ইশরার ক্রসে হেডে গোল করেন অধিনায়ক জাফরজেদা। গোলের পর আনন্দের বদলে আবেগে কেঁদে ফেলেন তিনি।

১৪ মিনিট পরই দুর্দান্ত এক গোল করে ম্যাচে ফেরে বাংলাদেশ। স্বপ্না রানীর কর্নার থেকে গোলমুখের তালগোল পাকানো অবস্থায় বল পেয়ে মারিয়া মাণ্ডা বাম পায়ের চমৎকার সাইড ভলিতে জালে জড়ান। গোললাইন থেকে লাফিয়ে বল ঠেকানোর চেষ্টা করেও ব্যর্থ হন আজারবাইজানের ডিফেন্ডার।

হাই লাইন ডিফেন্সে খেলায় বেশ কয়েকবার চাপে পড়লেও কখনও কাভার, কখনও অফসাইড ট্র্যাপে প্রতিপক্ষকে থামানোর চেষ্টা করেছে বাংলাদেশ। তবে বারবার এই ফরমেশন ব্যবহারে দুর্বলতা চোখে পড়েছে স্পষ্টভাবে।

গোলরক্ষক রুপ্না চাকমা দ্বিতীয়ার্ধে কয়েকবার বল ফ্লাইট ও গ্রিপ মিস করেছেন, যদিও বড় বিপদ এড়ানো গেছে। আক্রমণে রুপ্নারাও চেষ্টা করেছেন। বাম দিক দিয়ে কয়েকবার বক্সে ঢোকার প্রচেষ্টা ছিল, তবে গোল পাওয়া হয়নি। ৬৫ মিনিটে তার ক্রসে মনিকা ছোঁয়া দিতে ব্যর্থ হন। পিটার বাটলার তিনটি পরিবর্তন করেও ফল বদলাতে পারেননি।

এমআই