উন্নতমানের কোচ আনতে বাফুফেকে টাকা দেবে ক্রীড়া মন্ত্রণালয়
খেলা ডেস্ক
০৪ ডিসেম্বর ২০২৫, ২১:২৪
চার বছর ধরে জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন হাভিয়ের কাবরেরা। তবে তার পারফরম্যান্স নিয়ে সমর্থকদের ক্ষোভ বাড়ছেই। জাতীয় দলের ডাগআউটে তাকে আর দেখতে চান না, এমন দাবিও উঠেছে বহুবার। এতদিন নীরব থাকলেও এবার কোচিং সংকটে এগিয়ে আসছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
আজ সচিবালয়ে জাতীয় ক্রীড়া পরিষদের আওতাধীন জেলা ও উপজেলা পর্যায়ের ক্রীড়া স্থাপনা উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি জানান, উন্নতমানের বিশেষ করে ইউরোপীয় পর্যায়ের কোচ আনার ক্ষেত্রে বাফুফেকে আর্থিক সহায়তা দিতে প্রস্তুত সরকার।
ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘বাফুফেকে উন্নতমানের ইউরোপিয়ান কোচ আনা এবং নারী ফুটবলারদের বেতন বাড়ানোর জন্য কীভাবে অর্থ জোগাড় করা যায়, তা নিয়ে ভাবছি। হয়তো অর্থ মন্ত্রণালয় থেকে নিতে হবে, নয়তো আমাদের নিজস্ব কোনো ফান্ড থেকেই বাফুফেকে সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।’
তাহলে কি কাবরেরার জায়গায় নতুন কোচ আসছেন? প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এটা পুরোপুরি বাফুফের সিদ্ধান্ত। তবে ভালো কোচ আনতে গেলে বড় অঙ্কের অর্থ প্রয়োজন। ইউরোপের বড় দলগুলো কোচদের যে পরিমাণ পারিশ্রমিক দেয়, সেটা আমাদের পুরো বাফুফের বাৎসরিক বাজেটের সমান।’
তিনি আরও বলেন, ‘আমরা এত বড় স্তরে এখনই যেতে পারব না, কিন্তু যাতে অর্থ কোনো বাধা না হয়, সেই জায়গা থেকে আমরা সহায়তা করতে চাই।’ কাবরেরাকে রাখবে কি না, সে সিদ্ধান্ত বাফুফের হাতে। তবে সরকারের এই উদ্যোগ নতুন কোচের সম্ভাবনা আরও জোরালো করল বলেই মনে করছেন অনেকেই।
এমআই