চার ভাইবোনের ক্রিকেট পরিবার নিয়ে যা বললেন ট্যাক্টর
খেলা ডেস্ক
০১ ডিসেম্বর ২০২৫, ২১:৪৭
ক্রিকেট যেন তাদের ঘরের বাতাসে মিশে আছে। বাবা সামান্য ক্রিকেট খেলেছেন বটে, তবে হয়তো কখনো ভাবেননি তার চার সন্তানই একদিন ব্যাট–বলকে এতটা আপন করে নেবে। আয়ারল্যান্ড দলে বর্তমানে খেলছেন দুই ভাই টিম ও হ্যারি টেক্টর, আরেক ভাই জ্যাক বয়সভিত্তিক দলের অধিনায়ক ছিলেন, বোন অ্যালিস খেলছেন নারী দলে।
বাংলাদেশ সফরে এসে দুই ভাইয়ের ব্যাটিং চোখে পড়ার মতো। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মাত্র দুটি ম্যাচ খেলেই এসেছেন টিম, কিন্তু সিরিজের প্রথম দুই ম্যাচেই ঝলক দেখিয়েছেন এই ওপেনার। প্রথম ম্যাচে ১৯ বলে ৩২, পরের ম্যাচে ২৫ বলে ৩৮ রান করে বড় ভূমিকা রাখেন তিনি।
বড় ভাই হ্যারি প্রথম ম্যাচেই ছক ছড়িয়েছেন। ৪৫ বলে ৬৯ রানের দারুণ ইনিংসে আইরিশদের জয়ের ভিত গড়েন। তৃতীয় টি–টোয়েন্টির আগের দিন সংবাদ সম্মেলনে এসে টেক্টর পরিবারকে নিয়ে কথা বললেন টিম। জানালেন, ক্রিকেটই যেন তাদের পরিবারকে একসূত্রে বেঁধে রেখেছে।
টিম বললেন, ‘আমরা সবাই বেশ কিছুদিন ধরেই খেলছি। আমাদের বড় ভাই জ্যাক অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছিল মনে হয় এখানেই, বাংলাদেশে। তারপর হ্যারিও যুব বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছে, আমিও খেলেছি।’
বোন অ্যালিসের কথা বলতে গিয়ে গর্ব ঝরল টিমের কণ্ঠে—‘আমাদের ছোট বোন অ্যালিস এখন নারী দলে। আমরা সবাই একই ক্লাবে বড় হয়েছি, একসঙ্গে ক্রিকেট খেলেছি। পরিবারের সবাই একই খেলা ভালোবাসে—এটা খুবই বিরল। কিন্তু আমাদের জন্য দারুণ একটা অনুভূতি।’
মাঠে বড় ভাইয়ের সঙ্গে ব্যাটিং করাটাও বিশেষ অভিজ্ঞতা, যদিও টিম এটাকে খুব স্বাভাবিকভাবেই দেখেন। ‘হ্যারির সঙ্গে ব্যাট করা ভালো লাগে অবশ্যই। আমরা ক্লাবেও একসঙ্গে খেলেছি। তাই আন্তর্জাতিক ম্যাচেও তাকে পাশে পাওয়া আলাদা কিছু মনে হয় না, বরং খুব স্বাভাবিকই লাগে।’
এমআই