Advertisement
Us Bangla Airlines
এমন রেকর্ড গড়তে পারেননি কোনো বাংলাদেশি!

এমন রেকর্ড গড়তে পারেননি কোনো বাংলাদেশি!

খেলা ডেস্ক

০২ ডিসেম্বর ২০২৫, ১৬:২০

রিশাদের বেরিয়ে যাওয়া বলটি স্লগ সুইপ করতে চেয়েছিলেন গ্রেথ ডেলনি। ব্যাটের সংযোগ ভালো না হওয়ায় উপরে ওঠে যায় বল। পয়েন্টে দাঁড়িয়ে সেই ক্যাচটা সহজেই তালুবন্দি করে ফিল্ডার তানজিদ হাসান তামিম। এরপর ক্যাচ আউটের শিকার হয়েছেন আইরিশদের সবশেষ চার ব্যাটার। সবগুলো ক্যাচই ধরেছেন ফিল্ডার তানজিদ তামিম।

সবমিলিয়ে একাই আয়ারল্যান্ডের ৫ ক্যাচ ধরেছেন টাইগার ওপেনার। পাঁচ ক্যাচ তালুবন্দী করে গড়েছেন রেকর্ডও। টেস্ট খেলুড়ে দলের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টির এক ইনিংসেই ৫টি ক্যাচ ধরেছেন এই ক্রিকেটার। এর আগে আরও দুই ক্রিকেটার ৫ ক্যাচ ধরলেও তারা সহযোগী দেশের সদস্য।

টি-টোয়েন্টিতে এক ইনিংসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩টি ক্যাচ ধরেছিলেন ১১ ক্রিকেটার। এর মধ্যে সাব্বির রহমান তিনবার এক ইনিংসে ৩টি করে ক্যাচ তালুবন্দী করেছেন। তবে এবার সবাইকে ছাড়িয়ে এক ইনিংসে ৫টি ক্যাচ ধরার মাইলফলক স্পর্শ করেছেন তরুণ ক্রিকেটার তানজিদ হাসান।

এদিকে তানজিদের পাঁচ ক্যাচ ধরার দিনে অল্পতেই থেমেছে আয়ারল্যান্ড। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৫ বলে ১১৭ রানে অলআউট হয়েছে সফরকারীরা। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করে পল স্টার্লিং। বাংলাদেশের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন মোস্তাফিজ ও রিশাদ।

এমআই