
বিপিএলের নতুন আসর নিয়ে সবশেষ যা জানা গেল
খেলা ডেস্ক
১১ অক্টোবর ২০২৫, ২০:৩৩
ডিসেম্বরেই মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসর। সরকারের সবুজ সংকেত পাওয়ার পর এবারের আসর আয়োজনের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে বিসিবি। তবে মাত্র পাঁচ দল নিয়ে এবারের টুর্নামেন্ট আয়োজন করা হবে বলে জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু।
শনিবার মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, গত কয়েকদিন আগেই নতুন গভার্নিং কাউন্সিল গঠিত হয়েছে। এত অল্প সময়ের মধ্যে প্রথম সিদ্ধান্ত ছিল—এই বছর বিপিএল আদৌ আয়োজন করা সম্ভব কি না। সেই সিদ্ধান্ত ইতিবাচক হওয়ায় এখন ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি চলছে।
বিপিএলের আগের দলগুলোর চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে। নতুন আসরের জন্য বিসিবি ১০টি অঞ্চলের কাছে আগ্রহপত্র আহ্বান করলেও চূড়ান্তভাবে নিশ্চিত হয়েছে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি। ইফতেখার রহমান জানিয়েছেন, ‘ভবিষ্যতে দল সংখ্যা ছয় বা সাত পর্যন্ত বাড়তে পারে, তবে এই বছর পরিকল্পনা শুধুই পাঁচ দলের অংশগ্রহণ নিয়েই।’
এবারের আয়োজনে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ‘আইএমজি’-কে ইভেন্ট পার্টনার হিসেবে দায়িত্ব দেওয়ার কথা থাকলেও এখনো তাদের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়নি। আলোচনা চলছে এবং বিসিবি আশা করছে খুব শিগগিরই তা চূড়ান্ত হবে। তবে আইএমজি থাকছে না, এমন তথ্যকে গুঞ্জন বলেছেন তিনি।
ভেন্যুর ক্ষেত্রেও কিছু পরিবর্তনের আভাস পাওয়া গেছে। ঢাকার পাশাপাশি চট্টগ্রাম ও সিলেটে তো খেলা হবেই, তার সঙ্গে নতুন ভেন্যু হিসেবে রাজশাহী অথবা বরিশালকে বিবেচনা করছে বিসিবি। তবে তা এখনো চূড়ান্ত নয়। সব মিলিয়ে সময় স্বল্পতার মধ্যেই পাঁচ দলের ছোট পরিসরের বিপিএল আয়োজনের প্রস্তুতিতে ব্যস্ত বোর্ড।
এমআই