Advertisement
Us Bangla Airlines
আম্পায়ারদের উন্নয়নে বিসিবিতে ফিরছেন সৈকত

আম্পায়ারদের উন্নয়নে বিসিবিতে ফিরছেন সৈকত

খেলা ডেস্ক

১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৩:১১

দেশের আম্পায়ারদের মান উন্নয়নে নতুন পরিকল্পনায় এগোচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই বছরের জন্য অস্ট্রেলিয়ান সাবেক আন্তর্জাতিক আম্পায়ার সাইমন টাফেলকে নিয়োগ দিয়েছে বোর্ড। টাফেলের সঙ্গে কাজ করবেন বাংলাদেশের আন্তর্জাতিক আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।

শনিবার মিরপুরে এক সংবাদ সম্মেলনে বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু বলেন, ‘সৈকত আমাদের এডুকেশন ডিপার্টমেন্টের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। এখন আমরা অপারেশন ও এডুকেশনকে আলাদা করছি। সব পরিকল্পনা ও পথনকশা আমরা টাফেল ও সৈকতকে নিয়ে দল হিসেবেই এগিয়ে নিচ্ছি।’

সৈকতকে রাজি করানো টাফেলের চেয়ে কঠিন ছিল বলেও জানান মিঠু। তাঁর ভাষায়, ‘আমি অনেক ভাগ্যবান যে সৈকতের মতো একটি সম্পদ আমাদের আছে। ভবিষ্যতে আমাদের বিদেশিদের ওপর নির্ভর করতে হবে না।’

নতুন দায়িত্ব নিয়ে সৈকত বলেন, ‘আমাদের দেশে আম্পায়ারদের সম্মান কিছুটা কম। কারণ আমরা ক্রিকেটার-কেন্দ্রিক একটা জাতি। তবে এখন বোর্ড থেকে যে উদ্যোগগুলো নেওয়া হচ্ছে, তা ইতিবাচক। বোঝা যাচ্ছে, আম্পায়ারিংসহ অন্যান্য ক্ষেত্রেও গুরুত্ব দেওয়া হচ্ছে।’

এমআই