
এমন অভিষেক হয়তো কল্পনাও করেননি রিজওয়ান
খেলা ডেস্ক
২২ আগস্ট ২০২৫, ১৩:০৪
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪৭ গড়ে করেছেন ৩৪১৪ রান, স্ট্রাইক রেটটাও মন্দ নয়- ১২৫। তবুও পাকিস্তান জাতীয় দলে জায়গা পাননি মোহাম্মদ রিজওয়ান। ব্যাট হাতে ব্যর্থতার শিকল আর মন্থর গতি রিজওয়ানকে স্কোয়াড থেকে ছিটকে দিয়েছে। এশিয়া কাপের দলে জায়গা না পেয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) নাম লিখিয়েছেন এই ব্যাটার।
শুক্রবার সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টের জার্সি গায়ে সিপিএলের অভিষেক ম্যাচে আবারও ব্যর্থতার পরিচয় দিয়েছেন রিজওয়ান। তিন নম্বরে নেমে ৬ বলে মাত্র ৩ রান করে জোমেল ওয়ারিকেনের বলে বোল্ড হয়েছেন পাকিস্তানের ওয়ানডে কাপ্তান। নিজেকে ফিরে পাওয়ার মঞ্চে এমন অভিষেক হয়তো রিজওয়ান নিজেও কল্পনা করেননি।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে এবারই প্রথম ডাক পেয়েছেন মোহাম্মদ রিজওয়ান। আফগানিস্তানের ফজল হক ফারুকীর বদলে তাকে দলে ভেড়ায় সেন্ট কিটস এন্ড নেভিস। কিন্তু অভিষেক ম্যাচে আস্থার প্রতিদান দিতে পারেননি এই উইকেটরক্ষক ব্যাটার। স্বীকৃত ক্রিকেটে সবশেষ তিন ইনিংসে ৩, ০, ১৬ রান করেছেন তিনি।
পাকিস্তানি তারকার ব্যর্থতার দিনে অবশ্য জয় পেয়েছে তার দল সেন্ট কিটস। ওয়ার্নার পার্কে এই ম্যাচে বার্বাডোজ রয়্যালসকে ১২ হারিয়েছে তারা। এটি রিজওয়ানের দলের পঞ্চম ম্যাচে দ্বিতীয় জয়। ৪ পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিলের দুইয়ে অবস্থান করছে সেন্ট কিটস।
এদিন শুরুতে ব্যাট করে ৮ উইকেটে ১৭৪ রান তোলে রিজওয়ানের দল। জবাব দিতে নেমে ১৮.২ ওভারেই ১৬২ রানে অলআউট হয়ে যায় বার্বাডোজ। ব্যাট হাতে ২১ বলে ৩৮ রান আর বল হাতে ৩.২ ওভার বোলিং করে ১৪ রান খরচায় ৪ উইকেট শিকার করে দলকে জেতান সেন্ট কিটসের অধিনায়ক জেসন হোল্ডার।
এমআই