Advertisement
Us Bangla Airlines
ফিক্সিংয়ের প্রতিবেদন নিয়ে ঢাকা ক্যাপিটালসের প্রতিবাদ

ফিক্সিংয়ের প্রতিবেদন নিয়ে ঢাকা ক্যাপিটালসের প্রতিবাদ

খেলা ডেস্ক

১৯ আগস্ট ২০২৫, ১২:৫২

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) স্পট ফিক্সিংয়ের অভিযোগ নিয়ে নানান গুঞ্জন রয়েছে। সম্প্রতি দেশের একটি শীর্ষস্থানীয় জাতীয় দৈনিকে বিপিএলের স্পট ফিক্সিং নিয়ে একাধিক অভিযোগের ঘটনা তুলে ধরা হয়। যেখানে ঢাকা ক্যাপিটালসসহ আরও দুটি ফ্র্যাঞ্চাইজির নাম ছিল। তবে এমন প্রতিবেদনকে ‘মিডিয়া ট্রায়াল’ আখ্যা দিয়েছে শাকিব খানের দল।

আজ মঙ্গলবার ঢাকা ক্যাপিটালসের ফেসবুক পেইজে এই প্রতিবেদনের বিপরীতে এক বিবৃতি প্রকাশ করা হয়। যেখানে বলা হয়েছে, ‘আমাদের কাছে এটি স্পষ্ট যে অভিযোগটি এখনো প্রমাণিত নয়। শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে এই ধরনের প্রতিবেদন প্রকাশ করে কোনো ফ্র্যাঞ্চাইজিকে জনসমক্ষে দায়ী করা দায়িত্বশীল সাংবাদিকতার পরিপন্থী।’

প্রতিবেদেনের লাইন তুলে ধরে শাকিব খানের দল জানায়, ওই প্রতিবেদনে একদিকে সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজিগুলোর জড়িত থাকার বিষয়টি ‘নিশ্চিত’ বলা হলেও পরবর্তী অংশে আবার বলা হয় যে, তদন্তে পুরোপুরি নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত তাদের নতুন করে ফ্র্যাঞ্চাইজি না দেয়ার সুপারিশ থাকবে। অভিযোগ প্রমাণ ছাড়া দায় দেওয়া সাংবাদিকতার পরিপন্থী।

ঢাকা ক্যাপিটালস দাবি করেছে, বিসিবির স্বাধীন তদন্ত কমিটির সঙ্গে তারা শুরু থেকেই ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলছে এবং প্রয়োজনীয় সব তথ্যই সরবরাহ করা হয়েছে। তদন্তে পূর্ণ সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

তাদের বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা ইনকোয়ারি কমিটিকে স্পষ্টভাবে জানিয়েছি— যদি কোনো খেলোয়াড় বা স্টাফের বিরুদ্ধে দোষ প্রমাণিত হয়, তবে আমরা নিজেরাই সর্বোচ্চ কঠোর ব্যবস্থা গ্রহণ করবো। কিন্তু কোনো প্রমাণ ছাড়াই সরাসরি ম্যানেজমেন্টকে দায়ী করা আমাদের এবং আমাদের অংশীদারদের জন্য অত্যন্ত সম্মানহানিকর।’

ভালো উইকেটেও যে কারণে হারল ঢাকা, জানালেন বাবু

স্পট ফিক্সিংকে একটি ব্যক্তি পর্যায়ের অপরাধ বলে উল্লেখ করে ফ্র্যাঞ্চাইজিটি বলেছে, ‘কোনো ক্রিকেটার এমন কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না, সে সম্পর্কে আমাদের পূর্ব থেকে জানার কোনো সুযোগ নেই। ঢাকা ক্যাপিটালস অতীতেও দেশের ক্রিকেট উন্নয়নে কাজ করেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে।’

সমর্থকদের প্রতি আশাবাদ ব্যক্ত করে ঢাকা ক্যাপিটালস আরও জানায়, ‘ইনশাআল্লাহ, একদিন আমরা আমাদের সমর্থকদের বিপিএল শিরোপার আনন্দ উপহার দেবো।’

এমআই