Advertisement
Us Bangla Airlines
লিটনের সেঞ্চুরির কৃতিত্ব পেলেন যিনি, নাম শুনলে অবাক হবেন

লিটনের সেঞ্চুরির কৃতিত্ব পেলেন যিনি, নাম শুনলে অবাক হবেন

খেলা ডেস্ক

১৩ জানুয়ারি ২০২৫, ১৪:৫০

ব্যাট হাতে বেশ কিছুদিন ধরেই বাজে সময় কাটাচ্ছিলেন টাইগার ওপেনার লিটন কুমার দাস। ক্যারিবিয়ান সিরিজের পরেও চলতি বিপিএলের শুরুর কয়েক ম্যাচেও কথা বলেনি লিটনের ব্যাট। সাদা বলে ভালো করতে না পারায় রোববার চ্যাম্পিয়নস ট্রফির প্রাথমিক একাদশ থেকে বাদ পড়েছেন লিটন। তবে এদিনেই বিপিএলে দুর্বার রাজশাহীর বিপক্ষে খেলেছেন ১২৫ রানের অপরাজিত ইনিংস। 

বিপিএলে মাত্র ৪৪ বলে সেঞ্চুরির দেখা পেয়েছেন লিটন। যা বাংলাদেশি ব্যাটারদের হয়ে দ্রুততম সেঞ্চুরি। স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে এটা লিটনের প্রথম শতক। শতরানের অপরাজিত ইনিংসে রেকর্ডবুক তছনছ করেছেন এ ডানহাতি ব্যাটার। ব্যাট হাতে লিটনের প্রশংসনীয় ইনিংসের দিনে ১৪৯ রানের বড় ব্যবধানে জয়লাভ করে ঢাকা ক্যাপিটালস। তাতে ম্যাচ সেরার পুরস্কার জিতেন লিটন দাস।

পুরস্কার গ্রহণের সময় সম্প্রচারকারী প্রতিষ্ঠানের সাথে কথা বলেন এ ক্ল্যাসিকাল ব্যাটার। টি-টোয়েন্টি ক্রিকেটে মেইডেন সেঞ্চুরির পর দুজনকে কৃতিত্ব দিয়েছেন এ ডানহাতি ব্যাটার। নিজের স্ত্রীর অনুপ্রেরণার পাশাপাশি সেঞ্চুরির পেছনে ঢাকার টিম বয় শাহীনেরও অবদান দেখছেন লিটন দাস।

লিটন বলেন, ‘গত কিছুদিনে আমি সেভাবে ছন্দে ছিলাম না। এই সময়ে আমাকে আমার স্ত্রী আমাকে অনেক অনুপ্রেরণা দিয়েছে। তাকে ধন্যবাদ জানাই। আমাদের দলে শাহীন নামের একজন টিম বয় আছেন, তিনিও অনেক অনুপ্রেরণা দিয়েছেন। ফলে শাহীনকেও অনেক ধন্যবাদ।’

শাহীনের সঙ্গে লিটনের কাজ করার অভিজ্ঞতা অবশ্য আরও বেশ কয়েকবছর আগে থেকেই। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দিন থেকেই লিটনের প্র্যাকটিসে থ্রোয়ার তিনি। শাহীনের প্রেরণা নিয়ে লিটনের মন্তব্য, ‘শাহীন দলে আমাদের আমাদের হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করছে। সে গত তিন-চার বছর কুমিল্লার সঙ্গে ছিল, আমার খেলাটা দেখছে। যারা এ রকম নিয়মিত প্র্যাকটিস করায়, তারা কিন্তু ছোট ছোট তথ্য দিতে পারে।’ 

শাহীনকে অতিরঞ্জিত করে উপস্থাপন না করার অনুরোধ জানিয়ে লিটন বলেন, ‘শাহীনকে আপনারা (সংবাদমাধ্যম) আবার কোচ বানিয়েন না। থ্রোয়ার হিসেবে তারা আমাদের দুর্বলতা টুকটাক বুঝে, অনুধাবন করে। শাহীন আমাকে সেসব বিষয়ে বলেছিল। আমার তাকে সঠিক মনে হয়েছে। তার কথায় গুরুত্ব দিয়েছি, এতটুকুই।

এমআই