
আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হলো সাকিবের বোলিং
খেলা ডেস্ক
১১ জানুয়ারি ২০২৫, ২৩:৩২
বার্মিংহামে বোলিং অ্যাকশনে ফেল করেছিলেন সাকিব আল হাসান। এরপর গত ডিসেম্বরে ফের চেন্নাইতে বোলিং অ্যাকশন নিয়ে পরীক্ষা দিয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। কিন্তু ক্যারিয়ারের অন্তিমবেলায় ব্যর্থতার মিছিলে নাম লিখিয়েছেন এ বাঁহাতি বোলার। চেন্নাইতে দ্বিতীয়বারের মতো বোলিং পরীক্ষায় ফেল করে বসলেন তিনি। তাতে পরবর্তীতে বোলিং পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার আগ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে বল করতে পারবেন না এ অলরাউন্ডার।
বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (১১ জানুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি জানায়, জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসানের ওপর ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অধীন প্রতিযোগিতায় বোলিং করার নিষেধাজ্ঞা বহাল রয়েছে। গত মাসে ভারতের চেন্নাইয়ে শ্রী রামচন্দ্র স্পোর্টস সায়েন্স সেন্টারে পুনর্মূল্যায়নের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে দীর্ঘ ১৩ বছর পর ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট খেলতে গিয়েছিলেন সাকিব আল হাসান। সারের হয়ে খেলা এক ম্যাচে সাকিব বল হাতে ছিলেন দুর্দান্ত। দুই ইনিংসে ৬৩ ওভার বোলিং করে ৯ উইকেট নিয়েছিলেন এ অলরাউন্ডার। ম্যাচটি শেষ পর্যন্ত জিততে পারেনি সাকিবের দল। তবে পরাজয়ের ম্যাচে সাকিবের বোলিং নিয়ে সন্দেহ প্রকাশ করেছে ম্যাচের দুই আম্পায়ার। ১৮ বছরের ক্রিকেট ক্যারিয়ারে সাকিবের জন্য যা প্রথম ঘটনা।
বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলায় গত বছরের ২ ডিসেম্বর বার্মিংহামের অদূরে লাফবরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে পরীক্ষা দেন সাকিব আল হাসান। লাফবরোর বিশেষজ্ঞদের সামনে মোট চার ওভার বোলিং করেছেন টাইগারদের পোস্টার বয়। এরপর গত ১০ ডিসেম্বর ফলাফল জানায় লাফবরোর মেডিকেল বিভাগ। বোলিং নিয়ে বিশ্ববিদ্যালয়টিতে দেওয়া পরীক্ষায় সাকিবের কনুই ১৫ ডিগ্রির বেশি বাঁকা পেয়েছে বিশ্ববিদ্যালয়টির বিশেষজ্ঞ টিম।
বোলিং অ্যাকশনে ত্রুটি পাওয়ায় একদিন পরেই বিট্রিশদের সকল প্রতিযোগিতায় সাকিবের বোলিং নিষিদ্ধ করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। একইসাথে আইসিসির নিয়ম মোতাবেক, ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের বোলিং নিষিদ্ধ করা হয়।
আইসিসির বর্তমান নিয়ম অনুযায়ী, যদি বোলারের মনে হয় তাঁর অ্যাকশন পরীক্ষার রিপোর্ট ত্রুটিপূর্ণ, তাহলে এ ব্যাপারে চ্যালেঞ্জ জানানোর সুযোগ আছে। একইসাথে তিনি পুনরায় অ্যাকশন নিয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। এই সুযোগটা কাজে লাগিয়েছেন সাকিব আল হাসান। লাফবরোর ফলাফলে অ্যাকশন অবৈধ ঘোষণার পর ২১ ডিসেম্বর চেন্নাইয়ে দিয়েছেন দ্বিতীয় পরীক্ষা। তবে এ পরীক্ষাতেও ফেল করেছেন টাইগারদের পোস্টার বয়।
পরপর দুইবার বোলিং অ্যাকশন পরীক্ষায় ফেল করা সাকিবের ওপর বোলিং নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে বলে জানিয়েছে বিসিবি। তবে পরবর্তী অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে পুনরায় আন্তর্জাতিক ক্রিকেটে বল করতে পারবেন এ অলরাউন্ডার।
এমআই