Advertisement
Us Bangla Airlines
নতুন দুঃসংবাদ পেলেন বাবর-রিজওয়ান

নতুন দুঃসংবাদ পেলেন বাবর-রিজওয়ান

খেলা ডেস্ক

১৯ আগস্ট ২০২৫, ১৩:২৯

ওয়ানডে ফরম্যাটে ব্যাট হাতে এখনো সেরা তিনজনের একজন বাবর আজম। ব্যাটিং নৈপুন্যে ভক্তদের নজর কেড়েছেন ওয়ানডে অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। তবে দীর্ঘদিন ধরে কোনো ফরম্যাটেই ধারাবাহিক রান পাচ্ছেন না পাকিস্তানের এই দুই তারকা। এমনকি মন্থর ব্যাটিংয়ের অপরাধে টি-টোয়েন্টি দল থেকেও বাদ পড়েছেন। এবার পেলেন দুঃসংবাদ।

পাকিস্তানি ক্রিকেটারদের ক্যাটাগরিতে অবনতি হয়েছে বাবর-রিজওয়ানের। এই দুই  তারকাকে ‘এ’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে নামিয়ে নতুন কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আজ মঙ্গলবার ৩০ জনের এই কেন্দ্রীয় চুক্তি প্রকাশিত হয়েছে, যেখানে নতুন করে চুক্তিবদ্ধ হয়েছেন ১২ ক্রিকেটার।

৬৮৬৪ দিন পর এমন দিন দেখল পাকিস্তান!

দলের বাজে পারফরম্যান্সে পাকিস্তানের নতুন চুক্তিতে ‘এ’ ক্যাটাগরির কোনো ক্রিকেটার নেই। গেল মৌসুমে কেবল বাবর ও মোহাম্মদ রিজওয়ানই ‘এ’ ক্যাটাগরিতে ছিলেন। এবার তাদের অবনতি হওয়ায় ‘এ’ ক্যাটাগরিতে জায়গা পাওয়ার মতো ক্রিকেটার খুঁজে পায়নি পাকিস্তান। 

অন্যদিকে আবরার আহমেদ, হারিস রউফ, সাইম আইয়ুব, সালমান আলী আগা ও শাদাব খান গত ১২ মাসে তাদের পারফর্মেন্সের পুরস্কার হিসেবে কেন্দ্রীয় চুক্তিতে ‘পদোন্নতি’ পেয়েছেন। এছাড়া দলীয় গভীরতা বাড়ানো ও ভবিষ্যৎ উন্নয়নকে লক্ষ্য করেই ১২ জন নতুন ক্রিকেটার যুক্ত হয়েছেন নতুন চুক্তিতে।

উত্তেজনার মাঝে পাকিস্তানে খেলতে যাবে বাংলাদেশ?

২০২৫ সালের ১ জুলাই থেকে ২০২৬ সালের ১ জুন পর্যন্ত এই চুক্তি বহাল থাকবে। যেখানে মোট তিনটি ক্যাটাগরিতে ১০ জন করে ক্রিকেটার রাখা হয়েছে। 

পিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকা

‘বি’ ক্যাটাগরি: আবরার আহমেদ, বাবর আজম, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, মোহাম্মদ রিজওয়ান, সাইম আইয়ুব, সালমান আলী আগা, শাদাব খান, শাহীন আফ্রিদি।
‘সি’ ক্যাটাগরি: আবদুল্লাহ শফিক, ফাহিম আশরাফ, হাসান নওয়াজ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, নোমান আলী, সাহিবজাদা ফারহান, সাজিদ খান, সৌদ শাকিল।
‘ডি’ ক্যাটাগরি: আহমেদ দানিয়াল, হুসেন তালাত, খুররম শাহজাদ, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সালমান মির্জা, শান মাসুদ, সুফিয়ান মুকিম।

এমআই