Advertisement
Us Bangla Airlines
৬৮৬৪ দিন পর এমন দিন দেখল পাকিস্তান!

৬৮৬৪ দিন পর এমন দিন দেখল পাকিস্তান!

খেলা ডেস্ক

১৩ আগস্ট ২০২৫, ১৩:৪২

অবনতির ধারা যেন ঠেকাতেই পারছে না পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারের পর এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারল দলটি। পঞ্চাশ ওভারের ক্রিকেটে রিজওয়ানদের পরাজয়ের ধারাবাহিকতা এবারও অব্যাহত রইলো। তবে সিরিজ হারার দিনে ৬৮৬৪ দিনের পুরোনো লজ্জার রেকর্ড ভেঙেছে পাকিস্তান।

ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে গতকাল শুরুতে ব্যাট করতে নেমে ২৯৪ রানের পুঁজি পায় ওয়েস্ট ইন্ডিজ। স্কোরবোর্ডে বড় এই রানের ভিত গড়তে মূল অবদান রেখেছেন অধিনায়ক শাই হোপ। সপ্তম উইকেটে ১১০ রানের জুটি গড়ে পূর্ণ করেছেন নিজের ১৮তম ওয়ানডে সেঞ্চুরি। শেষ ১০ ওভারে বেশ বিধ্বংসী ছিল ক্যারিবিয়রা, তুলেছিল ১১৯ রান।

জবাবে সিরিজ নির্ধারণী ম্যাচে ব্যাট করতে নেমে মাত্র ৯২ রানে গুটিয়ে গেছে সফরকারী পাকিস্তান। পাঁচ ব্যাটারের শূন্য এবং মাত্র তিন ব্যাটারের দুই অঙ্কের ঘরে পৌঁছানো পাকিস্তান এমন দিন দেখল প্রায় ১৯ বছর পর। দিনের হিসাবে ৬৮৬৪ দিন পর ওয়ানডে ১০০ রানের আগেই আউট হয়েছে মোহাম্মদ রিজওয়ানের দল।

এর আগে ২০০৬ সালের ২৭ অক্টোবর ওয়ানডেতে ৮৯ রানে আউট হয়েছিল পাকিস্তান। ১৮ বছর ৯ মাস আগে এটাই ছিল পাকিস্তানের ১০০ রানের আগে আউট হওয়ার ঘটনা। তবে নিজেদের অবনতির ধারাবাহিকতায় ত্রিনিদাদে ক্যারিবিয়ানদের বিপক্ষে মাত্র ৯২ রানে আউট হয়েছে মাইক হেসনের শিষ্যরা। যেখানে পাকিস্তানকে গুড়িয়ে দিয়েছেন স্বাগতিক পেসার জেইডেন সিলস।

ওয়ানডেতে ১০ বছর ১১ মাস পর ১০০ রানের নিচে আউট হয়েছে পাকিস্তান। সবশেষ ২০১৪ সালের ৩০ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে ১০২ রান করেছিল বাবর আজমেরা। সেই ম্যাচে পরাজয় হজম করেছিল ওয়ানডের পঞ্চম সেরা দল। অবশ্য ওয়ানডেতে ১৪০ রানের কমে আউট হয়ে কখনোই ম্যাচ জিততে পারেনি এশিয়ার অন্যতম সেরা এই দল।

এদিকে ৩৪ বছর পর পাকিস্তানের বিপক্ষে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ যখন পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতেছে, তখন বর্তমান দলে খেলা কোনো ক্রিকেটারের জন্মও হয়নি। ১৯৯১ সালে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ।

এমআই